• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পর্ষদে পরিবর্তনে ইসলামী ব্যাংকের ওপর প্রভাব পড়বে না

নাজিব ফরায়েজী

  ০৮ জানুয়ারি ২০১৭, ১৮:৫১

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিবর্তনে ব্যাংকটির ওপর নেতিবাচক প্রভাব পড়বে না। জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

অন্যদিকে, ব্যাংকের নতুন চেয়ারম্যান আরস্ত খান বলেন, পরিচালনা পর্ষদে পরিবর্তন হলেও আগের মতোই শরিয়াভিত্তিতে কার্যক্রম পরিচালিত হবে। তবে তদারকি হবে ব্যাংকের সিএসআর খাতের অর্থ ব্যয়।

সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে ‘মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজে’র প্রতিনিধি দলে সঙ্গে বৈঠক শেষে ইসলামী ব্যাংকের শীর্ষ পদে রদবদল নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থমন্ত্রী। তিনি বলেন, মূল বিনিয়োগকারী ‘ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকে’র চাপেই পরিচালনা পর্ষদে পরিবর্তন আনতে হয়েছে।

আগামিতে আরো পরিবর্তন হতে পারে জানিয়ে আবুল মাল আবদুল মুহিত জানান, শিগগিরই ব্যাংকের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে করবেন তিনি।

এদিকে, দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে আরস্ত খান বলেন, ব্যাংকের কার্যক্রমকে আরো গতিশীল করতেই এমন পরিবর্তন।

তিনি জানান, নিয়মের বাইরে কোনো কর্মী ছাঁটাই করা হবে না। তবে নিয়োগের ক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীদেরও অগ্রাধিকার দেয়া হবে।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh