• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ব্যবসা কমায় সিইও’র বেতন কাটলো অ্যাপল

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৭ জানুয়ারি ২০১৭, ১৯:০৮

২০১৬ সালে টেক জায়ান্ট অ্যাপলের তৈরি আইফোন বিক্রি কমে যাওয়ায় প্রধান নির্বাহী (সিইও) টিম কুকের ১৫ শতাংশ বেতন কাটেছে অ্যাপল।

গেলো ১৫ বছরের মধ্যে প্রথমবার আইফোন বিক্রির লক্ষ্যমাত্রা অর্জন করতে না পারায় কোম্পানি এ সিদ্ধান্ত নেয়। ফলে গেলো বছর টিম কুক মূল বেতন থেকে ১৫ লাখ ৩০ হাজার ডলার কম পেয়েছেন। শুধু প্রধান নির্বাহী একাই নয় বেতন কাটা হয়েছে পাঁচজন সিনিয়র নির্বাহীর।

২২ হাজার ৩৬০ কোটি ডলার বিক্রির লক্ষ্যমাত্রা নিয়ে ২০১৬ সালের পরিকল্পনা করে অ্যাপল। তবে বিক্রির পরিমাণ ছিল ২১ হাজার ৫৬০ কোটি ডলার।

এতে বিশ্বের অন্যতম প্রভাবশালী এ কোম্পানির আয় কমেছে বিগত বছরের তুলনায় ১৬ শতাংশ। ফলে নির্বাহীদের প্রতিশ্রুত অর্থের শুধুমাত্র ৮৯.৫ শতাংশ দেয়া হয়ছে।

ওয়াই/এমকে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh