• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ভিশন ২০৩০ বাস্তবায়নে এখনই মাঠে নামুন

অভি ইসলাম

  ১৭ ডিসেম্বর ২০১৬, ১৮:০২

২০৩০ সালে প্লাস্টিক ইন্ডাষ্ট্রির রোডম্যাপ মাথায় নিয়ে এখনই মাঠে নামার আহ্বান জানালেন বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন সভাপতি মো. জসিম উদ্দিন।

বিপিজিএমইএ’র বার্ষিক সাধারণ সভায় এ আহ্বান জানান তিনি।

মো. জসিম উদ্দিন বলেন, ৩ হাজার কোটি টাকার বেশি রাজস্ব আসে যে খাত থেকে তার ব্যাপারে সরকারকে আরো মনোযোগী হতে হবে।

রাজধানীর বেইলী রোডে অফিসার্স ক্লাবে বিপিজিএমইএ ২০১৫ বার্ষিক সাধারণ সভার আয়োজন করে। নিয়ম মেনে সভায় শেয়ারহোল্ডারদের দাবি-দাওয়া বলার সুযোগ দেয়া হয়।

অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও নেতৃবৃন্দ একে একে মঞ্চে এসে নতুন ভ্যাট আইনসহ প্লাষ্টিক শিল্পের সমস্যাগুলো তুলে ধরেন।

এরপর মঞ্চে আসেন বিপিজিএমইএ’র সভাপতি মো. জসিম উদ্দিন। দেন বক্তাদের নানা প্রশ্নের উত্তর। নিজেদের প্লাস্টিক শিল্প নিয়ে জানান ভিশন ২০৩০।

সভাপতি বলেন, শুধু সরকারের ওপর নির্ভর না থেকে নতুন প্রযুক্তির আরো ধারণা নিয়ে উদ্যোক্তাদেরই এ শিল্পকে এগিয়ে নিতে হবে। এসময় পরিবেশের সঙ্গে প্লাস্টিকের নীরব বিরোধ থাকায় রি-সাইকেলিং ইন্ডাস্ট্রির ওপর জোর দেয়ার তাগিদ দেন তিনি।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh