• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

শেয়ার বাজারে অন্তর্ভুক্ত হবে ২৬ সরকারি প্রতিষ্ঠান : অর্থমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ ডিসেম্বর ২০১৬, ১৯:২৫

শেয়ার বাজারে তালিকাভুক্ত হচ্ছে ২৬টি সরকারি প্রতিষ্ঠান। শিগগির কোম্পানির শেয়ারগুলো বাজারে ছাড়া হবে। জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বুধবার দুপুরে সচিবালয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকারেজ অ্যাসোসিয়েশনের (ডিবিএ) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজার সংস্কারের সময় সরকারি কোম্পানির শেয়ার বাজারে ছাড়া সম্ভব হয়নি। তবে সম্প্রতি আমরা একটা বৈঠক করেছি, কাগজপত্র তৈরি হচ্ছে।

এসময় ডিবিএ’র সভাপতি আহমেদ রশিদ লালী, সহ-সভাপতি মোশতাক আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন।

বৈঠকে আহমেদ রশিদ লালী একটি নেগেটিভ ইক্যুইটি ফান্ড গঠনের দাবি জানালে অর্থমন্ত্রী নগদ টাকা দেয়া হবে না বলে জানান।

পুঁজিবাজারে বন্ড ছেড়ে টাকা সংগ্রহের প্রস্তাব রাখেন রশিদ লালী। এছাড়া প্রথমবারের মতো ২০ জন সফল ব্রোকার ও ২০ জন ইস্যুয়ারকে সম্মাননা দেয়ার কথাও জানান।

এমসি/ এম

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh