• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

মিরপুরে গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভ

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৫ ডিসেম্বর ২০১৬, ১৯:৪৪

রাজধানীর মিরপুরের একটি তৈরি পোশাক শিল্প কারখানা গাজীপুরে সরিয়ে নেয়ার প্রতিবাদে চিড়িয়াখানা সড়ক অবরোধ করে বিক্ষোভ জানালো শ্রমিকরা।

সোমবার সকাল সাড়ে ৯টা থেকে মিরপুর সনি সিনেমা হলের কাছে চিড়িয়াখানা সড়ক অবরোধের মাধ্যমে বিক্ষোভ শুরু করে গার্মেন্ট শ্রমিকরা। সকাল ১১টা পর্যন্ত সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকতে দেখা যায়।

রেজাউল গার্মেন্ট’র শ্রমিকরা তাদের বকেয়াসহ অগ্রিম তিন মাসের বেতন-ভাতা কর্তৃপক্ষের কাছে দাবি করে আসছিলো আগে থেকেই। কিন্তু কর্তৃপক্ষ তাদের দাবি গ্রাহ্য না করে গার্মেন্ট সরানোর প্রক্রিয়া শুরু করায় তারা সড়ক অবরোধ ও বিক্ষোভ করে।

এসময় পুলিশ অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে তাদের সঙ্গে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

এসময় পুলিশের লাঠিচার্জে বেশ ক’জন শ্রমিক আহত হন দাবি শ্রমিকদের।

কে/এসজেড

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh