• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

রিজার্ভ চুরি

ঢাকার তদন্ত প্রতিবেদন চেয়েছে ফিলিপাইন

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৪ ডিসেম্বর ২০১৬, ১৮:৪৮

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ঢাকার তদন্ত প্রতিবেদন চেয়েছে ফিলিপাইন সরকার। দেশটির অর্থমন্ত্রী কার্লোস ডোমিনগুইজ বলেন, ঢাকার যে প্রতিবেদন সেটাকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি।রোববার রয়টার্সের এক প্রতিবেদনে ফিলিপাইন অর্থমন্ত্রীর এ বক্তব্য প্রকাশ করা হয়।

গেলো সপ্তাহে আইনমন্ত্রী আনিসুল হকের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ফিলিপাইন সফর করে। সে সময় ফিলিপাইন অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের চুরি যাওয়া অর্থ উদ্ধারে ফিলিপাইন সরকারের পক্ষে যতুটুকু করা সম্ভব তা করা হবে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ভুয়া সুইফট বার্তা পাঠিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের হিসাব থেকে ৮ কোটি ১০ লাখ ডলার সরিয়ে ফিলিপাইনে পাঠানো হয়। ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) চারটি হিসাবের মাধ্যমে ওই অর্থ পরে জুয়ার টেবিলে চলে যায়।

হ্যাকিংয়ের মাধ্যমে ব্যাংকিং খাত থেকে চুরির সবচেয়ে বড় এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করে ফিলিপাইনের সিনেট কমিটি। এরপর এক ক্যাসিনো মালিকের কাছ থেকে ১ কোটি ৫২ লাখ ডলার উদ্ধারের পর তা ফেরত পায় বাংলাদেশ।
বাকি ৬ কোটি ৫৮ লাখ ডলার উদ্ধারে ফিলিপাইন সরকারের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছে সরকার।

এমকে/ এসএস

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh