• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

শেয়ারবাজার সচেতনতা বাড়াতে মেলা শুরু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ ডিসেম্বর ২০১৬, ১৮:১৯

শেয়ারবাজার নিয়ে সচেতনতা বাড়াতে রাজধানীতে শুরু হলো তিনদিনের বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপো-২০১৬। দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয়েছে এ মেলার। মেলায় বিনামূল্যে প্রবেশ ও বিও একাউন্ট খোলার সুযোগ থাকছে ।

বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) সম্মেলন কেন্দ্রে এ মেলা শুরু হয়। আগামী ৩ ডিসেম্ভর সকাল ১০ থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।

শেয়ারবাজার সম্পর্কে বিনিয়োগকারীদের স্বচ্ছ ধারণা দিতে এ মেলার আয়োজন করেছে অর্থনীতি ভিত্তিক অনলাইন পত্রিকা অর্থসূচক। সিকিউরিটিজ হাউজ, মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ক্রেডিট রেটিং এজেন্সি, অডিট ফার্ম এবং পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলো প্রায় ৪০টি স্টলে তাদের সেবা-পণ্য প্রদর্শনের আয়োজন করেছে।

বৃহস্পতিবার মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা গেছে, দর্শনার্থীরা স্টলগুলো ঘুরে বিভিন্ন সেবা সম্পর্কে তথ্য নিচ্ছেন। পাশাপাশি কাঙ্ক্ষিত সেবা দিতে ব্যস্ত সময় পার করছেন স্টলকর্মীরা।

এমসি/এসজেড

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh