• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

৭.২ প্রবৃদ্ধি ধরে নতুন মুদ্রানীতি ঘোষণা

অনলাইন ডেস্ক
  ২৬ জুলাই ২০১৬, ১২:৪৯

চলতি অর্থবছরের(২০১৬-১৭) প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। মুদ্রানীতিতে প্রবৃদ্ধির হার ধরা হয়েছে ৭ দশমিক ২ শতাংশ।

মঙ্গলবার বাংলাদশ ব্যাংকের গভর্নর ফজলে কবির এই মুদ্রানীতি ঘোষণা করে বলেন, নতুন মুদ্রানীতিতে চলতি অর্থবছরের বাজেটে প্রাক্কলিত মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি সমন্বয় রেখে ৭ দশমিক ২ শতাংশ ধরা হয়েছে। এছাড়া বেসরকারি খাতে ঋণ জোগানের প্রাক্কলন বাড়ানো হলেও ব্যাপক মুদ্রা জোগানের লক্ষ্যমাত্রা একই রকম ধরা হয়েছে।

নতুন এ মুদ্রানীতিতে অভ্যন্তরীণ ঋণের প্রবৃদ্ধি প্রাক্কলন হয়েছে ১৬ দশমিক ৫ শতাংশ। এর মধ্যে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির প্রাক্কলন ১৬ দশমিক ৫ শতাংশ এবং সরকারি খাতে ১৬ দশমিক ৬ শতাংশ।

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh