• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ইউএস বাংলার বিমানে নিহতের পরিবার পেলো ৪৩ লাখ টাকা করে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ অক্টোবর ২০১৮, ২০:১৭

নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস বাংলার বিমান দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারকে বিমাদাবির টাকা পরিশোধ করেছে সেনা কল্যাণ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।

বুধবার বিকেলে মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে ক্ষতিগ্রস্ত আটটি পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণ করা হয়।

নিহত ছয়টি পরিবারকে ৫১ হাজার ২৫০ মার্কিন ডলার করে অর্থ প্রদান করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ৪৩ লাখ টাকা।

এছাড়া আহতদের দুই পরিবারের প্রত্যেককে ৪২ হাজার ইউএস ডলার করে দেয়া হয়। আজ সর্বমোট তিন লাখ ৪৯ হাজার ৫০০ ইউএস ডলারের সমপরিমাণ অর্থ প্রদান করা হয়েছে।

এর আগে গত ছয় আগস্ট আরও আটটি পরিবারকে বিমাদাবির টাকা প্রদান করে কোম্পানিটি।

অবশিষ্ট পরিবারগুলোকে আদালতের নির্দেশনা অনুযায়ী ক্ষতিপূরণের অর্থ প্রদান করা হবে।

সেনাকল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মেজর জেনারেল ফিরোজ হাসান এই বিমা দাবির চেক হস্তান্তর করেন।

সেনাকল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মেজর জেনারেল ফিরোজ হাসান বলেন, সেনাকল্যাণ ইনস্যুরেন্স গত ৩ বছর ধরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমা প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করে আসছে। যেহেতু সেনাকল্যাণ সংস্থা একটি কল্যাণমুখী সংস্থা, তাই তার অঙ্গপ্রতিষ্ঠান হিসাবে ক্ষতিগ্রস্তদের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য।

চলতি বছরের ১২ মার্চ ইউএস বাংলা এয়ারলাইনসের (ড্যাশ-৮ কিউ ৪০০ মডেল) উড়োজাহাজটি নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়। এতে ৫১ জন নিহত হন। বিমানটিতে ৪ জন ক্রু, ৬৭ জন যাত্রীসহ মোট ৭১ জন আরোহী ছিলেন।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বব্যাংকের ৭০ বিলিয়ন ডলারের ফান্ড ঘোষণা, সুবিধা পেতে পারে বাংলাদেশও
গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২০ এপ্রিল)
মিয়ানমারে গৃহযুদ্ধ : একদিনে বিজিপির আরও ২৪ সদস্য বাংলাদেশে
X
Fresh