• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মোবাইল ফোনসহ মানসম্মত পণ্য মানুষের হাতে তুলে দিচ্ছে লিনেক্স

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ অক্টোবর ২০১৮, ১১:৩৫

সাধ্যের মধ্যে সাশ্রয়ী দামে বিশ্বমানের ইলেক্ট্রনিক্স পণ্য পৌঁছে দিচ্ছে আমেরিকান ব্র্যান্ড-লিনেক্স। এরইমধ্যে ব্র্যান্ডটি দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে।

তারই ধারাবাহিকতায় বেঙ্গল গ্রুপের মোবাইল সেট লিনেক্স মেবাইল ডিলারদের নিয়ে হয়ে গেলো লিনেক্স মোবাইল চ্যানেল পার্টনার্স মিট।

রাজধানীর এক অভিজাত হোটেলে বার্ষিক এই জমকালো অনুষ্ঠানে সারা দেশ থেকে আসা ডিলাররা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বলেন, মান সম্মত ও সহজলভ্য পণ্য তৈরির পাশাপাশি দেশের মানুষের কর্ম সংস্থান বৃদ্ধিতে কাজ করছে বেঙ্গল গ্রুপ।

অনুষ্ঠানে বেঙ্গল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু বলেন, গুণগত মান বজায় রেখে লিনেক্সের পণ্য তৈরি করা হয়েছে। মোবাইল ফোনসহ মানসম্মত পণ্যই মানুষের হাতে তুলে দিচ্ছে লিনেক্স।

গবেষণা ও উন্নয়নের মাধ্যমে ভবিষ্যতে লিনেক্সে মোবাইল আরও মানসম্মত করা হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে লিনেক্সের সিইও কে এম আলি বলেন, ক্রেতাদের চাহিদা ও সুবিধা বিবেচনা করে লিনেক্স মোবাইল কম মূল্যে আধুনিক সব সুবিধা যুক্ত করা হয়েছে।

লিনেক্সের জিএম প্রকৌশলী নাহিদুল ইসলাম ও এজিএম শাহ ফয়সালসহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৯ মার্চ)
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
প্রতি বছর দূষণে প্রাণ হারাচ্ছেন পৌনে ৩ লাখ বাংলাদেশি
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের সমরাস্ত্র প্রদর্শনীতে অংশগ্রহণ
X
Fresh