• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

প্রবৃদ্ধি ৭.১ শতাংশ হবে, বলছে আইএমএফ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ অক্টোবর ২০১৮, ১৪:৩৬

আগামী ২০১৯ সালে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ দশমিক ১ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল- আইএমএফ। তবে ২০২৩ সাল নাগাদ এই প্রবৃদ্ধির হার কমে দাঁড়াতে পারে ৭ শতাংশে।

আজ মঙ্গলবার ইন্দোনেশিয়ার বালিতে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুট ২০১৮ প্রতিবেদনে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংস্থাটি।

এর আগে গত ২ অক্টোবর বিশ্বব্যাংক ২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৭ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দেয়। বিশ্বব্যাংকের সঙ্গে আজ কাছাকাছি পূর্বাভাস জানালো আইএমএফ।

তবে এই প্রবৃদ্ধি আরেকটি দাতা সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংকের এডিবি সাড়ে ৭ শতাংশ এবং সরকারের ৭ দশমিক ৮ শতাংশ প্রাক্কলিত প্রবৃদ্ধি থেকে অনেক কম।

আইএমএফের হিসাবে, চলতি বছর শেষে বাংলাদেশে ভোক্তা মূল্য সূচক (মূল্যস্ফীতি) ৫ দশমিক ৮ শতাংশ ও আগামী বছর ৬ দশমিক ১ শতাংশে পৌঁছাবে।

তবে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ব্যবসায় নীতি নিয়ে উত্তেজনা ও আমদানি শুল্ক আরোপের কারণে বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়ায় বৈশ্বিক প্রবৃদ্ধি বাধাগ্রসস্ত হবে বলে আইএমএফের পূর্বাভাস বলছে।

সংস্থাটির হিসাবে, ২০১৮ ও ২-১৯ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ৭ শতাংশ, যা আগে ৩ দশমিক ৯ শতাংশ হবে বলে জানানো হয়।

আরও পড়ুন :

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
প্রতি বছর দূষণে প্রাণ হারাচ্ছেন পৌনে ৩ লাখ বাংলাদেশি
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের সমরাস্ত্র প্রদর্শনীতে অংশগ্রহণ
আইএমএফের হিসাবে দেশের রিজার্ভ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক
X
Fresh