• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

যুক্তরাষ্ট্রের কাছে পোশাকের দাম বাড়াতে বলল বিজিএমইএ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৪২

বাংলাদেশি পোশাকে যুক্তরাষ্ট্রের ক্রেতাদের ন্যায্যমূল্য দেয়ার জন্য উদ্যোগ নিতে সদ্য বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাটের কাছে আহ্বান জানিয়েছে বিজিএমইএ। সেই সঙ্গে পণ্যের দাম বাড়ানোর ব্যাপারেও উদ্যোগ নিতে বলা হয়েছে।

মঙ্গলবার ঢাকার কারওয়ানবাজারে বিজিএমইএ ভবনে বার্নিকাটের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে এ আহ্বান জানান পোশাক রপ্তানিকারক সমিতির সভাপতি সিদ্দিকুর রহমান।

অনুষ্ঠানে জিএসপি সুবিধা চালুর পক্ষে কাজ করতেও আহ্বান জানানো হয়।

সিদ্দিকুর রহমান বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে অগ্রাধিকারমূরক বাজার সুবিধা বা জিএসপি পুনর্বহাল করতে হবে। সেইসঙ্গে মার্কিন ক্রেতারা যেন বাংলাদেশের পোশাকের দাম বৃদ্ধির করেন।

এ ব্যাপারে বার্নিকাটের হস্তক্ষেপ চান বিজিএমইএ সভাপতি।

অনুষ্ঠানে বাংলাদেশের পোশাক শিল্পের উন্নয়নের চিত্র নিজ দেশে তুলে ধরার ব্যাপারে প্রতিশ্রুতি দেন মার্শা বার্নিকাট।

তিনি আরও বলেন, বাংলাদেশের তৈরি পোশাকের কারখানা সংস্কারের পর সবচেয়ে বড় বাধা শ্রম অধিকার নিশ্চিত করা। সম্প্রতি বছরগুলোতে এ বিষয়ে কাজের অগ্রগতি শ্লথ হয়ে গেছে। ক্রেতারা পণ্য ক্রয়ের বিষয়ে শ্রম অধিকারের ইস্যুটি বেশি বিবেচনায় নিচ্ছে। এজন্য শ্রম অধিকারের বিষয়টি বাস্তবায়নে দেরি করলে বাংলাদেশের সুনাম নষ্ট হবে, বিদেশি ক্রেতাদের অন্যত্র ঝুঁকে পড়ার হুমকিও বাড়বে।

অনুষ্ঠানে বার্নিকাটের হাতে সেলাই মেশিনের আদলে তৈরি একটি সোনালি রঙের ক্রেস্ট উপহার দেন বিজিএমইএ নেতারা। পরে তার জন্য নির্ধারিত লালগালিচায় গিয়ে গ্রুপ ছবি তোলেন তারা।

বিজিএমইএ নেতা ফারুক হাসান ও মো. নাসির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন :

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে স্বর্ণের দামে সর্বোচ্চ রেকর্ড
হিলিতে কমেছে পেঁয়াজের দাম, অপরিবর্তিত আদা-রসুনের দাম 
পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার পরও কমেছে দাম
‘বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে চেষ্টা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র’
X
Fresh