• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

সাতদিনের সফরে ঢাকায় বিশ্বব্যাংকের ভাইস-প্রেসিডেন্ট

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ সেপ্টেম্বর ২০১৮, ২১:৫৩

সাতদিনের সফরে ঢাকায় এসেছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস-প্রেসিডেন্ট হার্টউইগ শেফার। আজ (রোববার) বিকেলে তিনি ঢাকায় আসেন।

এ ফরে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব আরও হবে বলে আশা করা হচ্ছে।

চলতি বছরের ১ জুলাই বিশ্বব্যাংকের ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশে এটি তার প্রথম সফর। সফরে তিনি রোহিঙ্গা সংকট মোকাবেলায় কিভাবে বাংলাদেশকে সহযোগিতা করা যায়, সে ব্যাপারে আলোচনা করবেন।

বাংলাদেশ সফরে আসার আগে শেফার বলেন, দ্রুত সময়ের মধ্যে চরম দারিদ্র্য অর্ধেকে নামিয়ে আনার বাংলাদেশের একটি অসাধারণ গল্প রয়েছে। অনেক উদ্ভাবন ও সফলতার ক্ষেত্রে অন্যান্য দেশ বাংলাদেশ থেকে শিক্ষা নিতে পারে। আমি আমাদের অংশীদারদের সঙ্গে সাক্ষাতের জন্য উন্মুখ হয়ে আছি এবং কিভাবে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি দ্রুত অর্জিত হয়েছে তা দেখতে চাই।