• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

পদ্মা সেতুর ৫৭ শতাংশ কাজ শেষ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ সেপ্টেম্বর ২০১৮, ১২:৫৭

নির্ধারিত সময়ের মধ্যে পদ্মা সেতুসহ দেশের মেগা প্রকল্পগুলো দৃশ্যমান করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। এরইমধ্যে কিছুটা হলেও বেশ কয়েকটি মেগা প্রকল্প দৃশ্যমান হয়েছে।

পদ্মা সেতু, মেট্রোরেল ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো প্রকল্পগুলো এখন আর স্বপ্ন নয় বাস্তবে দৃশ্যমান হয়েছে। প্রধানমন্ত্রীর সরাসরি তত্বাবধায়নে এগুলোর বাস্তব অগ্রগতি প্রতিমাসেই খতিয়ে দেখছে তার কার্যালয়।

তবে এর মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জের প্রকল্প হচ্ছে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প। এ প্রকল্পটি বাস্তবায়নে বিশ্বব্যাংকের ঋণ দেয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত নিজস্ব অর্থায়নেই প্রকল্পটি বাস্তবায়ন করছে সরকার।

এখন পর্যন্ত সেতুটির ৫৭ শতাংশ কাজ শেষ হয়েছে। এছাড়া মূল সেতুর বাস্তবায়ন হয়েছে ৬৬ শতাংশ।