• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ১০% শেয়ার কিনে নিচ্ছে নরওয়ে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৫৮

বাংলাদেশের বেসরকারি খাতের ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে (এমটিবি) বড় ধরনের বিনিয়োগ করতে যাচ্ছে নরওয়ে।দেশটির সরকারি তহবিল নরফান্ড ১৭৩ কোটি টাকার বেশির মূল্যে এমটিবির ১০ শতাংশ শেয়ার কিনে নিচ্ছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে এবিষয়ে একটি প্রস্তাব অনুমোদন করা হয়।

এদিকে এই লেনদেনের খবরে বৃহস্পতিবার ডিএসইতে তালিকাভুক্ত ব্যাংকটির শেয়ারদর ৯ দশমিক ৭৬ শতাংশ বেড়ে যায়; ২০১৭ সালের ২২ জানুয়ারি পর সবচেয়ে যা সর্বেোচ্চ বৃদ্ধি।

দ্য নরওয়েজিয়ান ইনভেস্টমেন্ট ফান্ড ফর ডেভেলপিং কান্ট্রিজ বা নরফান্ডের জন্য বিদ্যমান শেয়ারের বাইরে নতুন করে ৬ কোটি ৩৭ লাখ ৭ হাজার শেয়ার ইস্যু করবে এমটিবি।

প্রিমিয়ামসহ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ারের দাম ২৭ টাকা ১৯ পয়সা হিসেবে উল্লিখিত শেয়ার কেনার জন্য নরফান্ডকে ১৭৩ কোটি ২৩ লাখ ৭৪ হাজার ৮১৮ টাকার সমপরিমাণ অর্থ বিনিয়োগ করতে হবে।

আলোচিত শেয়ার কেনার পর এমটিবির পরিচালনা পর্ষদে নরফান্ডের পক্ষ থেকে একজন পরিচালক অন্তর্ভুক্ত হবেন।
তবে এসব কিছুর জন্য সাধারণ শেয়ারহোল্ডার ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার অনুমতি লাগবে।

শেয়ারহোল্ডারদের অনুমতির ব্যাংকটি আগামী ১ নভেম্বর রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউ এর এমটিবি টাওয়ারে ব্যাংকের বিশেষ সাধারণ সভা (ইজিএম) ডেকেছে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১০ অক্টোবর।

আরও পড়ুন :

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একাধিক জনকে চাকরি দেবে ব্র্যাক ব্যাংক
রমজানে জাল টাকা প্রতিরোধে নতুন নির্দেশনা
অভিজ্ঞতা ছাড়াই টিআইবিতে চাকরি
অবসর ভেঙে বাংলাদেশের বিপক্ষে লঙ্কান স্কোয়াডে হাসারাঙ্গা 
X
Fresh