• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

রেমিট্যান্সের জন্য অ্যাওয়ার্ড পাচ্ছেন ৩৭ ব্যক্তি-প্রতিষ্ঠান

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৫৬

বৈধপথে ব্যাংকিং চ্যানেলে শীর্ষ রেমিট্যান্স প্রেরণকারী ও আহরণকারী ৩৭ ব্যক্তি-প্রতিষ্ঠানকে পুরস্কার দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। ২০১৭ সালে রেমিট্যান্স পাঠিয়ে এবং পাঠাতে সহায়তা করে বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেয়া হচ্ছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং অ্যাকাডেমিতে (বিবিটিএ) আনুষ্ঠানিকভাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অ্যাওয়ার্ড প্রাপ্তদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও গভর্নরের সই করা সনদ তুলে দেবেন।

বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, রেমিট্যান্স প্রেরণে উৎসাহিত করতে ২০১৪ সাল থেকে ‘বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ প্রবর্তন করে। দক্ষ রেমিটার, অদক্ষ রেমিটার, বন্ড ইনভেস্টর এনআরবি, এক্সচেঞ্জ হাউস ওউনার এনআরবি ও সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহণকারী ব্যাংককে এ পুরস্কার প্রদান করা হচ্ছে। এর ধারাবাহিকতায় ২০১৭ সালের জন্য ৩৭ ব্যক্তি-প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হবে।