• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বিদ্যুত খাতে এডিবির ৩ হাজার কোটি টাকার ঋণ, চুক্তিসই

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৪০

বিদ্যুত খাতের দুটি প্রকল্পে বাংলাদেশের জন্য ৩৫ কোটি ৭০ লাখ ডলারের ঋণ দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩ হাজার কোটি টাকা।

২০২১ সালের মধ্যে বাংলাদেশ শতভাগ বিদ্যুতায়নে যে জাতীয় টার্গেট নিয়েছে, তা পূরণ করতে চায় সরকার। আর এই সহায়তা সেটি অর্জনে ভূমিকা রাখবে।

এডিবি জানিয়েছে, আজ সোমবার বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরে ইআরডিতে এ সংক্রান্ত চুক্তি সই হয়েছে।

চুক্তিতে বাংলাদেশের পক্ষে ইআরডি সচিব কাজী শফিকুল আজম ও এডিবির পক্ষে কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রাকাশ সই করেন।