• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

৪০ হাজার কোটি ডলারের কোম্পানি গড়ে অবসরে যাচ্ছেন জ্যাক মা!

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১১:০০

ই-কমার্স প্ল্যাটফর্ম আলিবাবার নির্বাহী প্রধানের পদ থেকে অবসরে যাওয়ার পরিকল্পনা করেছেন চীনের ধনকুবের জ্যাক মা। আগামীকাল সোমবার তার পক্ষ থেকে এ ঘোষণা আসতে পারে।

মার্কিন পত্রিকা নিউ ইয়র্ক টাইমস এ তথ্য জানিয়েছে।

ওই সংবাদ মাধ্যমে বলা হয়, প্রধানের পদ থেকে পদত্যাগ করলেও আলিবাবা'র পরিচালনা পর্ষদে থেকে শিক্ষাক্ষেত্রে জনহিতকর কার্যক্রমে মনোনিবেশ করতে চান তিনি।

জ্যাক মার হাত ধরে ১৯৯৯ সালে যাত্রা শুরু করে আলিবাবা। বর্তমানে এটি বিশ্বের অন্যতম বৃহৎ ই-কমার্স কোম্পানি।

অনলাইনে কেনাবেচার সুবিধা দেয়ার পাশাপাশি ক্লাউড কম্পিউটিং এবং চলচ্চিত্র তৈরির মত সেবাও দিয়ে থাকে আলিবাবা।

আলিবাবার বর্তমান বাজার মূল্য ৪০০ বিলিয়ন বা ৪০ হাজার কোটি ডলারেরও বেশি।

'টাইমস' পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে জ্যাক মা বলেন, তাঁর অবসর নেয়ার কারণে একটি যুগের শেষ হবে না, বরং শুরু হবে।

৪০ বিলিয়ন ডলার ব্যক্তিগত সম্পদের অধিকারী জ্যাক মা মার্কিন সাময়িকী ফোর্বসে'র ২০১৭ সালের তালিকায় চীনের বিত্তশালী ব্যক্তিদের মধ্যে তৃতীয় অবস্থানে ছিলেন। সোমবার তার ৫৪তম জন্মবার্ষিকী।

এ সপ্তাহের শুরুতে ব্লুমবার্গ টিভিকে মা বলেন, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের মতো একটি ব্যক্তিগত দাতব্য প্রতিষ্ঠান গঠন করতে আগ্রহী তিনি।

তিনি বলেন, বিল গেটসের কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে।

তবে জ্যাক মার অবসরের যাওয়ার খবর ছড়িয়ে পড়ার একদিনের মাথায় আলিবাবা গ্রুপ হোল্ডিংস লিমিটেড থেকে জানানো হয়, তিনি আপাতত অবসরে যাচ্ছেন না। উত্তরসূরিবিষয়ক একটি পরিকল্পনা দেবেন জ্যাক। আর কিছুদিনের জন্য প্রতিষ্ঠানের নির্বাহী চেয়ারম্যানের চেয়ারেও থাকবেন তিনি।

তবে সবকিছু খোলাসা হবে আগামীকাল সোমবার তার জন্মদিনে।

আরও পড়ুন :

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নর্থ সাউথের শিক্ষার্থীর মৃত্যু, ধারণা হিটস্ট্রোক
বৃষ্টির জন্য পাবনায় ইসতিসকার নামাজ
চাঁপাইনবাবগঞ্জে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায়
সকালে ইসতিসকার নামাজ আদায়, রাতেই নামল স্বস্তির বৃষ্টি
X
Fresh