• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যাপলের সঙ্গী এখন অ্যামাজন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ সেপ্টেম্বর ২০১৮, ১৪:০৬

ট্রিলিয়ন ডলারের ক্লাবে নতুন সঙ্গী পেয়েছে টেক জায়ান্ট অ্যাপল। অন্য আরেক টেক জায়ান্ট প্রতিষ্ঠান অ্যামাজন এই ক্লাবের দ্বিতীয় সদস্য হয়েছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে দ্বিতীয় নিবন্ধিত কোম্পানি হিসেবে অ্যামাজনের বাজারমূল্য ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে। রিটেইল ও ক্লাউড কম্পিউটিং উভয় খাতেই দ্রুত প্রসারের কারণে গত এক বছরের মধ্যে কোম্পানিটির শেয়ারদর দ্বিগুণেরও বেশি বেড়েছে। খবর রয়টার্স ও বিবিসির।

চলতি বছরের আগস্টে ১ ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের মাইলফলক অর্জন করে অ্যাপল।

১৯৯৪ সালে প্রতিষ্ঠিত অ্যামাজন এখন বিশ্বের বৃহত্তম অনলাইন রিটেইল কোম্পানি। অ্যামাজনের মোট কর্মীসংখ্যা ৫ লাখ ৭৫ হাজার। এর প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বেজোস বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি, যার মোট সম্পদের পরিমাণ ১৬ হাজার কোটি ডলার।

স্থানীয় সময় মঙ্গলবার ই-কমার্স জায়ান্টটির শেয়ারদর প্রায় ২ শতাংশ বেড়ে দাঁড়ায় ২ হাজার ৫০ ডলার।

-------------------------------------------------------
আরও পড়ুন : ২০ হাজার মেগাওয়াট বিদ্যুতের সাফল্যে সন্ধ্যায় হাতিরঝিলে আলোক উৎসব
-------------------------------------------------------

তবে দিনের সর্বশেষ লেনদেনে এ শেয়ারদর কিছুটা কমে ২ হাজার ৩৯ ডলার হয়, যা মাইলফলকসীমা ২ হাজার ৫০ ডলার ২৭ সেন্টের তুলনায় অল্প কিছু কম।

চলতি বছর অ্যামাজনের সব ধরনের শেয়ারের দাম বেড়েছে। রিটেইল, ক্লাউড, মিডিয়া, কনজিউমার- প্রতিটি ক্ষেত্রে শেয়ারের দাম বেড়েছে প্রায় ৬৫ শতাংশ। এদিকে কয়েকদিন আগে অনলাইন ফার্মেসি পিলপ্যাক কিনে নিয়েছে অ্যাপল। ফলে স্বাস্থ্য সেবা (হেলথ কেয়ার) ক্ষেত্রটিতেও অ্যামাজন প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী, এ বছর অ্যামাজনের বিক্রি বাড়বে ৩২ শতাংশ, যা থেকে আয় হবে ২৬৫ বিলিয়ন ডলার। এর ফলে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় বেড়ে তিনগুণ হবে। অবশ্য অ্যাপলকে অ্যামাজন ছাড়িয়ে যাবে কিনা এটা নিশ্চিতভাবে বলতে পারছেন না ওয়াল স্ট্রিট জার্নালের বিশ্লেষকরা।

আরও পড়ুন :

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বরগুনা প্রেস ক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে
অ্যাপলের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্র
সাকিবের মাঠে ফেরার দিনে সিটি ক্লাবকে হারালো শেখ জামাল
লড়াই চলবে, জনগণ বিজয়ী হবেই : মান্না
X
Fresh