• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সাপ্তাহিক কৃষক বাজারের যাত্রা

ইকরাম হোসেন

  ১৮ নভেম্বর ২০১৬, ১৬:০০

দেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো সরাসরি কৃষকদের অংশগ্রহণে সাপ্তাহিক কৃষক বাজার। মতিঝিলের টিএন্ডটি কলোনির ৯ নম্বর মাঠে এ বাজার চলবে দু’দিন। পর্যায়ক্রমে আসছে ১০ ডিসেম্বর পর্যন্ত আলাদা আরো ৩টি ভেন্যুতে এর সেবা পাওয়া যাবে।

কৃষকেরা বললেন, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে রাসায়নিক সার ও বিষমুক্ত সবজি এ বাজারে সরবরাহ করছেন তারা।

কী নেই সাপ্তাহিক কৃষি বাজারে! দেশি মুখী কচু-মানকচু, উস্থা, লম্বালাউ সব; সব নিয়ে সরাসরি ঢাকায় হাজির হয়েছেন কৃষকেরা।

দেশের দক্ষিণাঞ্চলের জেলা নড়াইল সদরের বড়গাতি গ্রাম থেকে ওমর বিশ্বাস এসেছেন সাপ্তাহিক কৃষি বাজারে। তিনি জানালেন, ঢাকায় ভেজাল আর বিষযুক্ত খাবারে স্বস্তি দিতে তিনি এখানে এসেছেন।

দাম বেশি হলেও ভোক্তার দাবি, পারস্পরিক আস্থা আর বিশ্বাসের অভাবে তারা দিশেহারা; সেখানে বিষমুক্ত সবজির এ উদ্যোগ প্রশংসিত। দেশব্যাপী উদ্যোগটিকে ছড়িয়ে দেয়ার দাবি তাদের অনেকের।

আয়োজকেরাও জানালেন, কৃষকদের মাঝে মধ্যস্বত্ত্ব প্রথা বিলোপ এবং ভোক্তার স্বাস্থ্যঝুঁকি কমাতে এমন উদ্যোগ নিয়েছেন তারা।

আয়োজকেরা আরো জানালেন, ২৫ থেকে ২৬ নভেম্বর কৃষিবিদ ইনস্টিটিউটে, ২ থেকে ৩ ডিসেম্বর বনানী স্কুল মাঠে এবং ৯ থেকে ১০ ডিসম্বর উত্তরা ফ্রেন্ডস ক্লাবে এ মেলা বসবে।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh