• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ডিসেম্বরেই কমছে জ্বালানি তেলের দাম!

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ নভেম্বর ২০১৬, ১৮:৪৬

দেশের অর্থনীতি শক্তিশালী করতে জ্বালানি তেলের দাম আরেক দফা কমানো হবে। জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, আসছে ডিসেম্বরে প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে জ্বালানি তেলের দাম কমানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

তিনি বলেন, এর দাম কমানো হলে বিদ্যুতের দামও কমবে। এটি অর্থনীতির জন্য বেশ সহায়ক হবে।

এর আগে অর্থমন্ত্রী আন্তর্জাতিক মুদ্রা তহবিল’র (আইএমএফ) দক্ষিণ এশীয় অঞ্চল প্রধান ব্রেন জে এতকেইনের সঙ্গে বৈঠক করেন।

এ বিষয়ে আবুল মাল আবদুল মুহিত বলেন, বাংলাদেশের অর্থনীতির অগ্রগতিতে আইএমএফ কর্মকর্তারা সন্তোষ জানিয়েছেন। তারা বলেছেন, বাংলাদেশের চলমান অর্থনীতির গতি সঠিক পথে আছে।এ অগ্রগতি অব্যাহত রাখতে তারা পরামর্শ দিয়েছেন।

গেলো ২৫ এপ্রিল সব ধরনের জ্বালানি তেলের দাম কমায় সরকার। অকটেন ও পেট্রল প্রতি লিটারে ১০ টাকা এবং ডিজেল ও কেরোসিন প্রতি লিটারে ৩ টাকা করে কমে। ফলে লিটারপ্রতি ডিজেল ৬৫ টাকা, কেরোসিন ৬৫ টাকা, অকটেন ৮৯ টাকা ও পেট্রল ৮৬ টাকা করে বিক্রি হয়। আর গেলো ৩১ মার্চ ফার্নেস তেলের দাম প্রতি লিটারে কমে ১৮ টাকা।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh