• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

৫শ থেকে হাজার টাকায় বিক্রি হচ্ছে গরুর চামড়া

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ আগস্ট ২০১৮, ২০:২৯

কুরবানির পশুর চামড়া কম দামেই কিনছেন মৌসুমী চামড়া ব্যবসায়ীরা। একটি বড় গরুর চামড়া আটশ থেকে এক হাজার টাকায় এবং মাঝারি আকারের গরুর চামড়া পাঁচশ থেকে সাতশ টাকায় কিনছেন তারা।

বাণিজ্য মন্ত্রণালয় এ বছর ঈদুল আজহায় লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়া দাম (ঢাকায়) ৪৫ থেকে ৫০ টাকা, ঢাকার বাইরে ৩৫ থেকে ৪০ টাকা, খাসি ১৮ থেকে ২০ টাকা, বকরি ১৩ থেকে ১৫ টাকা নির্ধারণ করে দেয়।

কিন্তু মৌসুমী চামড়া ব্যবসায়ীরা আরও কম দামে চামড়া কিনছেন। মূলত তৃণমূল পর্যায়ে স্থানীয় মৌসুমী ব্যবসায়ীরা চামড়া সংগ্রহ করে তা প্রাথমিকভাবে চামড়া প্রক্রিয়াজাত করণের সঙ্গে যারা জড়িত তাদের কাছে বিক্রি করেন। পরে ব্যবসায়ীরা তৃণমূল পর্যায় থেকে চামড়া কিনে তা লবণ দিয়ে এক ধরনের প্রক্রিয়া শেষে বড় ব্যবসায়ীদের কাছে বিক্রি করে।

-------------------------------------------------------
আরও পড়ুন : প্রিমিয়ার ব্যাংক ম্যানেজারের মাথায় পিস্তল ঠেকিয়ে ২৩ লাখ টাকা লুট
-------------------------------------------------------