• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

২০৩০ সালের আগে দারিদ্র্যমুক্ত হবে বাংলাদেশ: অর্থমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ আগস্ট ২০১৮, ১০:৩২

আগামী ২০৩০ সালের আগেই বাংলাদেশ দারিদ্র্যমুক্ত হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের দোয়া মাহফিল ও আলোচনা সভায় একথা বলেন।

এম এ মুহিত বলেন, গত দুই দশক ধরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত। এতে করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার মাধ্যমে ২০৩০ সালের বেশ আগেই অর্জন করবো।

“জাতীয় শোক দিবসের শক্তিকে শোকে পরিণত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আমরা সফল হবোই।”

আগারগাঁওয়ে বিএসইসির চেয়ারম্যান এম. খাইরুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে দুই কমিশনার ও নির্বাহী পরিচালকরা উপস্থিত ছিলেন।

পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ অগাস্টের শহীদদের স্মৃতির স্মারক হিসেবে বৃক্ষরোপণ করেন অর্থমন্ত্রী।

আবুল মাল আবদুল মুহিত বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখতেন শোষণ, দারিদ্র্যমুক্ত সমৃদ্ধশালী একটি দেশের। আজ আমরা উন্নত দেশের দ্বারপ্রান্তে। দেশকে সমৃদ্ধশালী করার মাধ্যমেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠন করা সম্ভব।

আরও পড়ুন :

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী : অর্থমন্ত্রী
জাতীয় পতাকার নকশাকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ডিপজলকে শোকজ
সংকট থেকে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ : অর্থমন্ত্রী
X
Fresh