• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পেঁয়াজের ঝাঁজ বাড়াতে থেমে নেই কারসাজি

সেলিম মালিক

  ১৮ আগস্ট ২০১৮, ১৫:২৬

দাম কিছুটা কমলেও কারসাজি থেমে নেই পেঁয়াজের বাজারে। রাজধানীর কাওরান বাজারে দুইশো গজের মধ্যে পণ্যটির দামের হেরফের কমপক্ষে ১০ টাকা। পাইকারি দরে দেশি পেঁয়াজ ৪৫ টাকায় বিক্রি হলেও খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়।

ব্যবসায়ীদের খোঁড়া যুক্তির বিপরীতে ভোক্তারা বলছেন, কারসাজি থামাতে দরকার সরকারের কঠোর নজরদারি।

গেল এক সপ্তাহে হিলি বন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজের আমদানি বেড়েছে প্রায় দিগুণ। এতে বন্দরে পেঁয়াজের দাম কমেছে ছয় থেকে সাত টাকা।

আমদানি বাড়ায় রাজধানীর বাজারেও দেশি ও ভারতীয় পেঁয়াজের দাম কিছুটা কমেছে। তারপরও দাম নিয়ে কারসাজি থেমে নেই। কাওরান বাজারের বাইরে পাইকাররা প্রতি কেজি দেশি পেয়াজ বিক্রি করছেন ৪৫ থেকে ৪৬ টাকায়।

তবে বাজারের ভেতরে একই পেঁয়াজ পাইকারী ব্যবসায়ীরা বিক্রি করছেন তিন টাকা বেশিতে।
-------------------------------------------------------
আরও পড়ুন : আজ এলএনজি যুগে প্রবেশ করছে বাংলাদেশ
-------------------------------------------------------

আর কাওরান বাজারের দুইশ গজের মধ্যে খুচরায় সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০ টাকা বেশিতে।

এদিকে কাওরান বাজার থেকে তিন কিলোমিটার দূরে পলাশী বাজারে প্রতি কেজি দেশি পেয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকায়। অর্থাৎ ১৫ টাকা বেশি।

দাম বৃদ্ধি নিয়ে ব্যবসায়ীদের এমন আচরণে ক্ষুব্ধ ভোক্তারা।

কুরবানির ঈদের আগে পেঁয়াজের দাম যৌক্তিক পর্যায়ে আসবে এমন প্রত্যাশা ভোক্তাদের।

আরও পড়ুন :

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধে রাজধানীতে র‌্যালি
হাসপাতালে ফেলে যাওয়া নবজাতক দত্তক পেলেন সেবিকা
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে : কৃষিমন্ত্রী
রাজধানীর শিশু হাসপাতালে আগুন
X
Fresh