• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পেঁয়াজের ঝাঁজ বাড়াতে থেমে নেই কারসাজি

সেলিম মালিক

  ১৮ আগস্ট ২০১৮, ১৫:২৬

দাম কিছুটা কমলেও কারসাজি থেমে নেই পেঁয়াজের বাজারে। রাজধানীর কাওরান বাজারে দুইশো গজের মধ্যে পণ্যটির দামের হেরফের কমপক্ষে ১০ টাকা। পাইকারি দরে দেশি পেঁয়াজ ৪৫ টাকায় বিক্রি হলেও খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়।

ব্যবসায়ীদের খোঁড়া যুক্তির বিপরীতে ভোক্তারা বলছেন, কারসাজি থামাতে দরকার সরকারের কঠোর নজরদারি।

গেল এক সপ্তাহে হিলি বন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজের আমদানি বেড়েছে প্রায় দিগুণ। এতে বন্দরে পেঁয়াজের দাম কমেছে ছয় থেকে সাত টাকা।

আমদানি বাড়ায় রাজধানীর বাজারেও দেশি ও ভারতীয় পেঁয়াজের দাম কিছুটা কমেছে। তারপরও দাম নিয়ে কারসাজি থেমে নেই। কাওরান বাজারের বাইরে পাইকাররা প্রতি কেজি দেশি পেয়াজ বিক্রি করছেন ৪৫ থেকে ৪৬ টাকায়।