• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মসলার দাম বাড়বে না: ডিএসসিসি মেয়র

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ আগস্ট ২০১৮, ১৬:২৬
ছবি সংগৃহীত

আসন্ন কুরবানি ঈদের আগে মসলার বাজারে কোনও ধরনের অস্থিরতা তৈরি হবে না। বাজারে মসলার দাম বাড়বে না।

বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে এসে এ আশার কথা জানান ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন।

তিনি বলেন, ঈদের আগে বাজারে মসলার সরবরাহ স্বাভাবিক। আশা করছি ঈদের আগে দাম বাড়বে না। পণ্যের দাম সহনীয় রাখতে ঢাকার দুই সিটি করপোরেশন একসঙ্গে কাজ করবে।

প্রতি বছর পবিত্র ঈদ-উল-আজহায় মসলার চাহিদা বাড়ে। আর এই চাহিদাকে পুঁজি করে এক শ্রেণির অসাধু পাইকাররা দাম বাড়িয়ে দেন। যার প্রভাব পড়ে খুচরা বাজারে। সবচেয়ে বেশি চাহিদা থাকে জিরা, এলাচ ও দারুচিনির। ফলে এসব মসলার দাম বাড়ে।

মেয়র সাঈদ খোকন বলেন, বাজার সামলে রাখতে উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন সন্মিলিতভাবে সব কাঁচাবাজার মনিটরিং করবে।কোনোভাবেই যাতে মসলার বাজার নাগালের বাইরে না যায়, সেজন্য দুই সিটি করপোরেশন, টিসিবি একসঙ্গে কাজ করবে।
------------------------------------------------------------------
আরও পড়ুন : হিলিতে ভারতীয় পেঁয়াজের কেজি ২০-২৫ টাকা
------------------------------------------------------------------

তিনি দাবি করেন, বাজার পরিদর্শন করে তিনি বেশ কিছু মসলা এবং বেশ কিছু নিত্যপণ্যের দাম গত বছরের চেয়ে কম দেখেছেন।

এসময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, ডিএনসিসির প্রধান নির্বাহী মেসবাহুল ইসলাম, ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা মো. ইউসুফ আলী সরদার, ডিএসসিসির অঞ্চল-৫ এর নির্বাহী কর্মকর্তা এস এম অজিয়র রহমান, ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার উপস্থিত ছিলেন।

আরও পড়ুন :

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বিঘ্নে ঈদযাত্রার প্রস্তুতি, ফাঁকা ঢাকায় সতর্ক থাকবে পুলিশ
ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভোগান্তির আশঙ্কা
চট্টগ্রামে ঈদে নতুন নোট পাওয়া যাবে ব্যাংকের যেসব শাখায়
ঘণ্টা না পেরোতেই শেষ ১৪ হাজার টিকিট
X
Fresh