• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

আইপিও ছেড়ে ৫৭ কোটি টাকা তোলার অনুমতি পেলো এডিএন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ আগস্ট ২০১৮, ১৮:৪১

প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ছেড়ে পুঁজিবাজার থেকে ৫৭ কোটি টাকা তোলার অনুমোদন পেয়েছে প্রযুক্তি খাতের কোম্পানি এডিএন টেলিকম। বুক বিল্ডিং পদ্ধতিতে এই টাকা সংগ্রহ করবে প্রতিষ্ঠানটি।

আজ মঙ্গলবার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)সভায় এ অনুমোদন দেয়া হয়।

বিএসইসি জানান, বাজার থেকে তোলা অর্থ ভৌত কাঠামো উন্নয়ন, ডাটা সেন্টার স্থাপন, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে কোম্পানিটি।

কোম্পানিটির ৩০ জুন ২০১৭ তারিখে সমাপ্ত বছরের সর্বশেষ নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী, শেয়ার প্রতি নিট সম্পদমূল্য ১৬ দশমিক ১৩ টাকা।
-----------------------------------------------------------------------
আরও পড়ুন : ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যাপলের সঙ্গী হচ্ছে অ্যামাজন
-----------------------------------------------------------------------

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

এডিএন টেলিকমের আইপিও প্রসপেক্টাস থেকে জানা যায়, আইপিওর মাধ্যমে অর্থ তুলে বিএমআরইতে ব্যয় করা হবে ৩২ কোটি ৬৭ লাখ, ডাটা সেন্টারে পাঁচ কোটি ৪৯ লাখ, ঋণ পরিশোধে ১৫ কোটি ৯০ লাখ এবং বাকি অর্থ আইপিও খরচ হিসেবে যাবে।

আরও পড়ুন :

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় লজিস্টিক নীতির খসড়া অনুমোদন
বেক্সিমকোর ২৬২৫ কোটি টাকার জিরো কুপন বন্ড অনুমোদন
অবশেষে যুদ্ধবিরতির আলোচনায় নেতানিয়াহুর অনুমোদন
একনেকে ১১ প্রকল্প অনুমোদন
X
Fresh