• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ঈদের নতুন টাকা সোমবার থেকে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ আগস্ট ২০১৮, ১২:০৫

পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে আগামীকাল সোমবার (১৩ আগস্ট) থেকে ২০ আগস্ট পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতিত) নতুন নোট বিতরণ করবে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক সূত্র সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে জনসাধারণ এবং গ্রাহকদের মাঝে নতুন নোট বিনিময় করা হবে। এছাড়া ঢাকা শহরের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের নিম্নবর্ণিত শাখাসমূহ থেকেও উক্ত সময়ব্যাপী ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমান পর্যন্ত নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে।

একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। তবে নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে পরিমাণ নির্বিশেষে যেকোনো মূল্যমানের ধাতব মুদ্রা গ্রহণ করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংক ছাড়া রাজধানীর অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের যে সব শাখা থেকে নতুন নোট বিনিময় করা হবে, সেগুলো হলো-

ন্যাশনাল ব্যাংক (যাত্রাবাড়ী শাখা),

অগ্রণী ব্যাংক (জাতীয় প্রেসক্লাব শাখা),

সোস্যাল ইসলামী ব্যাংক (বসুন্ধরা সিটি, পান্থপথ শাখা),

ব্যাংক এশিয়া (ধানমন্ডি শাখা),

ঢাকা ব্যাংক (উত্তরা শাখা),

জনতা ব্যাংক (আব্দুল গণি রোড করপোরেট শাখা),

সিটি ব্যাংক (মিরপুর শাখা),

শাহজালাল ইসলামী ব্যাংক (মালিবাগ চৌধুরীপাড়া শাখা),

মার্কেন্টাইল ব্যাংক (বনানী শাখা),

সোনালী ব্যাংক (রমনা করপোরেট শাখা),

ওয়ান ব্যাংক (বাসাবো শাখা),

আইএফআইসি ব্যাংক (গুলশান শাখা),

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক (মোহাম্মদপুর শাখা)

এবং রূপালী ব্যাংক (মহাখালী শাখা)।

আরও পড়ুন :

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হুন্ডির মাধ্যমে তিন মাসে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেপ্তার ৫
শাকিব খানের জন্মদিনে জায়েদের নতুন ঘোষণা
টাইটানিকের সেই দরজা নিলামে যত টাকায় বিক্রি হলো
নতুন সিরিজ দিয়ে পর্দায় ফিরলেন নায়ক মান্না
X
Fresh