• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ক্লান্ত, তাই ১০ দিনের ছুটিতে অর্থমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ আগস্ট ২০১৮, ১৮:১৭

নিজের বয়স যখন ৮৪ ছুঁই ছুঁই, তখন কাজ করতে করতে অনেকটা ক্লান্ত হয়ে পড়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আর তাই ১০ দিনের ছুটি পেয়েছেন।

বৃহস্পতিবার ঢাকায় এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, বাজেট পাশের পর থেকেই আমি চেষ্টা করছিলাম কাজ একটু কম করার। টানা কাজ করার কারণে এনার্জি ক্ষয় হতেই থাকে। এই ক্ষয় হওয়া এনার্জি ফিরে পাওয়া সহজ নয়।

‘আজ থেকে আমার ১০ দিনের ছুটি শুরু হয়েছে। আমি চেষ্টা করবো এই ১০ দিনের মধ্যে ক্ষয় হওয়া এনার্জি কিছুটা রিকুইট (ফিরে পাওয়ার) করার।’

রাজধানীর ওয়েস্টিন হোটেলে ‘বাংলাদেশের জাতীয় আর্থিক অন্তর্ভুক্তিকরণ কৌশলপত্র’ শীর্ষক কর্মশালায় অর্থমন্ত্রী তার এই ছুটির কথা জানান।
-------------------------------------------------------
আরও পড়ুন : ঈদে গরুর চামড়া ৫০ টাকা, খাসি ২০
-------------------------------------------------------

ছুটির সময় দুটি অনুষ্ঠানে যাওয়ার কথা জানিয়ে মুহিত বলেন, ছুটির সময়ে আমি দুটি অনুষ্ঠানে যাবো বলে ঠিক করে রেখেছি। তা ছিল আজকেরটা, আরেকটা ১৮ তারিখ (আগস্ট)। আজকে এখানে আসতে আমার একটু দেরি হয়েছে, কারণ আমার ধারণা ছিল, সকালে একটু অফিসে যাব। ঘণ্টা দেড়েক কাগজপত্র... টাইম দেয়া...। রওয়ানা দিচ্ছি যখন তখন আমার সহধর্মিণী বললেন, হোটেল ওয়েস্টিনে প্রোগ্রাম আছে, সেহেতু এখানে এসেছি।

জানা গেছে, এই ১০ দিন যে ফাইলগুলোতে অর্থমন্ত্রীর সই লাগবে সেগুলোতে নিজ দপ্তরে বসে সই করবেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

আরও পড়ুন :

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জনবল নিয়োগ দেবে বেক্সিমকো, সাপ্তাহিক ছুটি ২ দিন
শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী : অর্থমন্ত্রী
সংকট থেকে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ : অর্থমন্ত্রী
X
Fresh