• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

জুলাইয়ে খাদ্য পণ্যের দাম বেড়েছে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ আগস্ট ২০১৮, ১৬:৪৮

চলতি ২০১৮-১৯ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এর আগের মাস থেকে সার্বিক মূল্যস্ফীতির হার কিছুটা কমেছে। তবে জুলাই মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি বেড়েছে। আর খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কিছুটা কমেছে।।

এক মাসের ব্যবধানে পয়েন্ট-টু পয়েন্টের ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি দশমিক শূন্য ৩ শতাংশ কমেছে। জুনে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৫৪ শতাংশ, জুলাইয়ে তা কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৫১ শতাংশ।

অপরদিকে জুলাইয়ে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ১৮ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৫ দশমিক ৯৮ শতাংশ। আর জুলাইয়ে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ৪৯ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৪ দশমিক ৮৭ শতাংশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।

মঙ্গলবার (৭ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বিবিএস এর মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বিবিএসর মতে, জুলাই মাসে চাল, মাছ-মাংস, ডিম, মসলা ও ফল জাতীয় দ্রব্যাদির দাম বেড়েছে।

এদিকে গ্রামাঞ্চলে খাদ্য পণ্যের মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। তবে খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমেছে। একই চিত্র দেখা যায় শহরেও।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টঙ্গীতে আগুনে পুড়ল খাদ্যপণ্যের ১২ গুদাম
খাদ্য বান্ধব কর্মসূচির চাল উদ্ধার, গ্রেপ্তার ১
বাড়ল সয়াবিন তেলের দাম
হিলিতে চালের দাম বেশি, বিপাকে সাধারণ ক্রেতা
X
Fresh