• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশ ব্যাংক রিজার্ভ চুরি

ফিরবে আরো ৩ কোটি ডলার

অনলাইন ডেস্ক
  ১৩ নভেম্বর ২০১৬, ২১:৫২

রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনের রিজিওনাল কোর্টের মাধ্যমে ১ কোটি ৫২ লাখ ডলার ফেরত পেয়েছে বাংলাদেশ ব্যাংক। বাকি অর্থও ফেরত পাওয়া যাবে।

রোববার বিকেলে বাংলাদেশ ব্যাংকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানালেন ডেপুটি গভর্নর আবু হেনা মো: রাজিয়ান।

তিনি বলেন, ফিলিপাইন কর্তৃপক্ষের কাছ থেকে দেড় কোটি ডলারের বেশি অর্থ আমরা সফলভাবে ফেরত আনতে পেরেছি। সেদেশে বাজেয়াপ্ত অবস্থায় আছে আরো ৩ কোটি ডলার। আসছে দুই এক দিনের মধ্যে চুরি হওয়া টাকা বাংলাদেশ ব্যাংকের হিসাবে জমা হবে। এছাড়াও বাকি টাকা ফেরত আনতে ফিলিপাইনের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে।

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল চলতি মাসের শেষ সপ্তাহে ফিলিপাইনের সর্বোচ্চ নীতি নির্ধারকদের সঙ্গে আলোচনার জন্য যাবেন। তখন জব্দকৃত এ অর্থ ফেরতের বিষয়টির আরো অগ্রগতি হবে বলে জানান তিনি।

ফিলিপাইনের বিভিন্ন ক্যাসিনো থেকে জব্দ করা এসব অর্থ ফেরত আনার বিষয়টি ম্যানিলার আদালতের আদেশের অপেক্ষায় রয়েছে। ফিলিপাইনে উদ্ধার হওয়া ১ কোটি ৫২ লাখ ডলার গেলো শুক্রবার বাংলাদেশের দূতাবাসে জমা দেয় ফিলিপাইন কর্তৃপক্ষ। ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ ও বাংলাদেশ ব্যাংকের একটি টিম এ টাকা বুঝে নেয়।

এম / জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh