• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশ ছাড়ছে গ্ল্যাক্সোস্মিথক্লাইন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ জুলাই ২০১৮, ১৮:১৩

বহুজাতিক প্রতিষ্ঠান গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশে তাদের ফার্মাসিউটিক্যাল কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার গ্লাক্সোস্মিথক্লাইন (জিএসকে) বাংলাদেশ লিমিটেড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এ বার্তার মাধ্যমে বাংলাদেশে ছয় দশকেরও বেশি সময় ধরে পরিচিত এ প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ হচ্ছে।

---------------------------------------------------------------------------------------
আরও পড়ুন : অজিদের প্রধান কোচ ও নির্বাচক ল্যাঙ্গার
---------------------------------------------------------------------------------------

গ্লাক্সোস্মিথক্লাইন ফার্মাসিউটিক্যাল ইউনিটের মাধ্যমে বাংলাদেশে বিভিন্ন ওষুধ ও ভ্যাকসিন উৎপাদন ও বিক্রি করে আসছিল। জিএসকে আশা করছে, বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল বিজনেস ইউনিট বন্ধের সব প্রক্রিয়া চলতি বছরেই শেষ করতে পারবে তারা।

ফার্মাসিউটিক্যাল ইউনিট বন্ধ করলেও জিএসকে বাংলাদেশ তাদের কনজিউমার হেলথকেয়ার ব্যবসা চালিয়ে যাবে এবং ফার্মাসিউটিক্যাল ব্যবসা বন্ধের কোন প্রভাব ফেলবে না।

এদিকে বৃহস্পতিবার বিকেলে ঢাকায় জিএসকে বাংলাদেশের প্রতিনিধি সভায় ফার্মাসিউটিক্যাল বিজনেস ইউনিট বন্ধের ঘোষণা আসার পর থেকেই চট্টগ্রামে ফৌজদারহাটে বিক্ষোভ করেছে তাদের কারখানার শ্রমিক কর্মচারীরা। তারা অবিলম্বে ফ্যাক্টরি বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

১৯৬৩ সালে চট্টগ্রামের ফৌজদারহাট শিল্প এলাকায় গ্ল্যাক্সোস্মিথক্লাইন প্রতিষ্ঠিত হয়।

এমসি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একাধিক পদে ফার্মাসিউটিক্যালসে চাকরি, পাবেন প্রফিট বোনাসও
স্কয়ার গ্রুপে নিয়োগ, থাকছে বিদেশ ভ্রমণের সুবিধা
পপুলার ফার্মায় চাকরি, পাবেন পিক অ্যান্ড ড্রপসহ যেসব সুবিধা
অষ্টম শ্রেণি পাসেই চাকরি দেবে পপুলার ফার্মা
X
Fresh