• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভল্টে ‘ভুতুড়ে কাণ্ডের’ পর দেবাশিসকে সরালো বাংলাদেশ ব্যাংক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ জুলাই ২০১৮, ১১:৫৬

গণমাধ্যমে বক্তব্য দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত হয়েও বিভিন্ন বিষয় এড়িয়ে চলায় ব্যাপক সমালোচনার মুখে থাকা দেবাশিস চক্রবর্ত্তীকে মুখপাত্রের পদ থেকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত ৫ মাস ধরে তিনি এই পদে দায়িত্ব পালন করে আসছিলেন।

গতকাল রোববার এক আদেশের মাধ্যমে নতুন মুখপাত্র নিয়োগ দেয়া হয়েছে আরেক নির্বাহী পরিচালক সিরাজুল ইসলামকে।
--------------------------------------------------------
আরও পড়ুন : ডিসেম্বরে বাংলাদেশ ছাড়ছে অ্যালায়েন্স
--------------------------------------------------------

সম্প্রতি একটি দৈনিকে ‘বাংলাদেশ ব্যাংকের ভল্টে ভুতুড়ে কাণ্ড’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক অনুসন্ধানের তথ্যের ভিত্তিতে ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের ভল্টে রক্ষিত শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের ৯৬৩ কেজি সোনা পরীক্ষা করে বেশির ভাগ ক্ষেত্রে অনিয়ম ধরা পড়েছে। কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখা ৩ কেজি ৩০০ গ্রাম ওজনের সোনার চাকতি ও আংটির জায়গায় এখন আছে মিশ্র বা সংকর ধাতু। আর ২২ ক্যারেটের সোনা হয়ে গেছে ১৮ ক্যারেট।

প্রতিবেদনে বলা হয়, প্রতিবেদক দেবাশিস চক্রবর্তীর সঙ্গে কয়েক দফা যোগাযোগ, লিখিত প্রশ্ন জমা দেওয়ার পরও তিনি যথাযথ কোনো মন্তব্য দেননি।

পরে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংক জানায়, ওই প্রতিবেদন সত্য নয়। সোনায় হেরফের হয়নি।

ধারণা করা হচ্ছে, বিভিন্ন সময়ে নানা বিষয়ে গণমাধ্যমের সঙ্গে একজন মুখপাত্র হিসেবে চুপ থাকার কারণে তাকে বদল করা হয়েছে।

আরও পড়ুন :

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
প্রতি বছর দূষণে প্রাণ হারাচ্ছেন পৌনে ৩ লাখ বাংলাদেশি
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের সমরাস্ত্র প্রদর্শনীতে অংশগ্রহণ
আইএমএফের হিসাবে দেশের রিজার্ভ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক
X
Fresh