• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলে বিপাকে বাংলাদেশিরা

নিউজ ডেস্ক, আরটিভি অনলাইন

  ১০ নভেম্বর ২০১৬, ২০:৫৩

কালো অর্থ রুখতে ৫০০ ও ১০০০ রুপি নোট অবৈধ ঘোষণা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একদিনের ঘোষণায় গেলো মঙ্গলবার মধ্যরাত থেকেই বাতিল হয়ে যায় নোটগুলো। যা উদ্বিগ্ন করে তুলেছে বাংলাদেশের বহু মানুষকে।

প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় ১৩ লাখের মতো মানুষ ব্যবসা, চিকিৎসা এবং পর্যটনের জন্য ভারতে যান। এদের মধ্যে অনেকে আছেন যারা প্রায়ই ভারতে আসা-যাওয়া করায় নগদ ভারতীয় রুপি জমা রাখেন।

শুধু বাংলাদেশিরাই নয়, বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকরাও বেশ ঝামেলায় পড়েছেন। ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল করার পর বহু মানুষ ভিড় জমান ঢাকার মানি এক্সচেঞ্জগুলোতে। কিন্তু লাভ হয়নি, মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলো ৫০০ ও ১০০০ রুপির ভারতীর নোট গ্রহণ না করায় তা বিনিময় করতে পারেননি।

তবে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন যারা ভারতের সঙ্গে অবৈধভাবে ব্যবসা করেন। তাদের মধ্যে চোরাই পথের গরু ব্যবসায়ীই বেশি উদ্বিগ্ন। এদের কারও কারও কাছে কয়েক লাখেরও বেশি ৫০০ এবং ১০০০ রুপির নোট রয়েছে।

যদিও মোদি এক ঘোষণায় বলেন- যার কাছে বাতিল হওয়া নোট থাকবে, সেগুলো আসছে ৩০ ডিসেম্বরের মধ্যে ব্যাংক ও পোস্ট অফিস থেকে বদল করে নিতে হবে।

এস

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh