• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

শাহজালাল ব্যাংকের ১০ লাখ শেয়ার কিনছেন এ কে আজাদ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ জুলাই ২০১৮, ১৪:১০

শাহজালাল ইসলামী ব্যাংকের উদ্যোক্তা পরিচালক এ কে আজাদ ব্যাংকটির ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।

আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এ কে আজাদ আর্টিস্টিক ডিজাইনের ব্যবস্থাপনা পরিচালক। আর্টিস্টিক ডিজাইনের হাতে ব্যাংকটির এই শেয়ারের মালিকানা থাকবে।

ডিএসই সূত্র বলছে, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে দুই স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিদ্যমান বাজার দরে এসব শেয়ার লেনদেন হবে।

তথ্য অনুযায়ী, ২০০৭ সালে তালিকাভুক্ত এ ক্যাটাগরির ব্যাংকটির অনুমোদিত মূলধন ১ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ৭৭১ কোটি ৪২ লাখ ২০ হাজার টাকা।

ব্যাংকটির মোট শেয়ারের সংখ্যা ৭৭ কোটি ১৪ লাখ ২২ হাজার ৫৩৯টি। এর মধ্যে ৪১ দশমিক শূন্য ৮ শতাংশ এর উদ্যোক্তা-পরিচালকদের কাছে, ৩৩ দশমিক ৬৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ২৫ দশমিক ২৮ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৯ মার্চ)
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
প্রতি বছর দূষণে প্রাণ হারাচ্ছেন পৌনে ৩ লাখ বাংলাদেশি
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের সমরাস্ত্র প্রদর্শনীতে অংশগ্রহণ
X
Fresh