• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

লেনদেন ছাড়াল ১১০০ কোটি টাকা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ জুলাই ২০১৮, ১৮:৪৫

ঘুরে দাঁড়াচ্ছে দেশের পুঁজিবাজার। সপ্তাহের চতুর্থ কার্যদিবস দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ১১০০ কোটি টাকা ছাড়িয়েছে; যা গত ৮ মাসের মধ্যে সর্বোচ্চ।

এদিন দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৫৮ কোটি টাকা।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে লেনদেন খরায় থাকা পুঁজিবাজারের বেশ কিছু শেয়ারের দাম বাড়ছে। ফলে লেনদেনও বাড়ছে। এটি বাজারের জন্য ইতিবাচক।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বুধবার দিন শেষে সূচক ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে টানা দুই কার্যদিবস সূচক বাড়লো। এদিন ৩০ কোটি ৭৮ লাখ ৫৪ হাজার ৫৮৫টি শেয়ার হাতবদল হয়।

--------------------------------------------------------
আরও পড়ুন : ৩৬০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মাণে জেনারেল ইলেকট্রিকের সঙ্গে চুক্তি
--------------------------------------------------------

দিনশেষে লেনদেন দাঁড়ায় ১ হাজার ১১৫ কোটি ২৯ লাখ ৯ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৮৮ কোটি ১৯ লাখ ৩৭ টাকার। তার আগের দিন লেনদেন হয় ৯০১ কোটি ২৬ লাখ টাকা।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৩টির, কমেছে ১৫৭টির আর অপরিবর্তত রয়েছে ৩১টি, কোম্পানির শেয়ারের দাম।

দেশের অপর পুঁজিবাজার সিএসইর সার্বিক সূচক আগের দিনের চেয়ে ৫৫ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৬৮ পয়েন্ট দাঁড়িয়েছে।

এদিন এ বাজারে লেনদেন হয়েছে ৫৮ কোটি ৫৬ লাখ ১৫ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয় ৬২ কোটি ১৬ লাখ ৬৫ হাজার ৯৫৬ টাকার।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১০টির, কমেছে ১২২টির আর অপরিবর্তত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ারের।

আরও পড়ুন :

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চীনের সঙ্গে সরাসরি লেনদেনে যাচ্ছে বাংলাদেশ
মোবাইলে প্রতিদিন ৪ হাজার ১৭৫ কোটি টাকা লেনদেন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৬ মার্চ)
‘জায়েদ খানের বিয়ে’, ফেসবুকে শেয়ার করলেন জায়েদ নিজেই
X
Fresh