• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

স্মার্টফোনে ২৩ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে হুয়াওয়ে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ জুলাই ২০১৮, ১৭:২৪

স্মার্টফোনের ওপরে সর্বোচ্চ ২৩ শতাংশ ছাড় দেবে হুয়াওয়ে। এই বিশেষ ছাড়সহ থাকবে আকর্ষণীয় উপহার। এছাড়া ট্যাবসহ অন্যান্য হুয়াওয়ের অ্যাকসেসরিজে ৪৩ শতাংশ ছাড় দেবে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

দশম টেকশহর ডট কম স্মার্টফোন অ্যান্ড ট্যাব এক্সপো ২০১৮ উপলক্ষে এই ছাড় দিচ্ছে হুয়াওয়ে।আগামী ১২ থেকে ১৪ জুলাই রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এই এক্সপো অনুষ্ঠিত হচ্ছে।

৪৩ শতাংশ পর্যন্ত ছাড়ের মধ্য থাকবে ইয়ারফোন, ব্লুটুথ হেডসেট, কুইক চার্জার, ওটিজি কেবল, সেলফি স্টিক, স্মার্ট স্কেল প্রভৃতি।

বর্তমানে স্মার্টফোন গ্রাহকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হুয়াওয়ে মেট ১০ প্রো নিয়মিত দাম ৮৩ হাজার ৯০০ টাকার পরিবর্তে এক্সপোতে ছাড়ে পাওয়া যাবে মাত্র ৬৫ হাজার টাকায় এবং সঙ্গে থাকছে আকর্ষণীয় গিফট বক্স।

এক্সপোতে মাত্র ২২ হাজার ৫০০ টাকায় ক্রেতারা আকর্ষণীয় উপহারসহ হুয়াওয়ে নোভা টুআই কিনতে পারবেন, যেখানে স্মার্টফোনটির বাজারমূল্য ২৪ হাজার ৯৯০ টাকা এবং হুয়াওয়ে নোভা থ্রিই-এর নিয়মিত দাম ২৭ হাজার ৯৯০ টাকার পরিবর্তে এক্সপোতে ক্রেতারা কিনতে পারবেন মাত্র ২৫ হাজার ৫০০ টাকায়।

এ প্রসঙ্গে হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ (বাংলাদেশ)-এর কান্ট্রি ডিরেক্টর অ্যারন শি বলেন, গত আসরে আমাদের গ্রাহকরা তাদের অভুতপূর্ব সাড়ার মাধ্যমে আমাদের সহযোগিতা করেছেন। আমরা গ্রাহকদের সেবাদানের ক্ষেত্রে কোন সুযোগই ছাড় দিতে চাই না।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চেলসির চেয়ারম্যানের পদ ছাড়ছেন বোহলি
বাজারে এল শাওমির নতুন পোকো ফোন
অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দিচ্ছে দারাজ 
স্মার্টফোনের মাধ্যমে জনগণের ওপর নজরদারি করছে সরকার : ফখরুল
X
Fresh