• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

৭০০ কোটি টাকার বন্ড ছাড়ছে সিটি ব্যাংক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ জুলাই ২০১৮, ১৩:৩১

বেসরকারি খাতের সিটি ব্যাংক লিমিটেড ৭০০ কোটি টাকার বন্ড ইস্যু করছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৬৫০তম সভায় এই বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে।

আজ বুধবার ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কমিশনের তথ্য অনুযায়ী, এই বন্ড হবে নন-কনভার্টেবল ফ্লটিং রেইট সাব-অর্ডিনেটেড শ্রেণির। যার মেয়াদ হবে ৭ বছর অর্থাৎ আগামী ৭ বছরে এই বন্ড পুরোপুরি অবসায়িত হবে।

বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানের সই করা এক বিবৃতি থেকে জানা যায়, শুধু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং উচ্চ সম্পদশালী ব্যক্তিরাই প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড কিনতে পারবেন।

সিটি ব্যাংক এ বন্ড ইস্যুর অর্থ দিয়ে ‘টায়ার টু’ শর্ত পতিপালন করবে। এ বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য হবে ১ কোটি টাকা।

বন্ডের ট্রাস্টি, ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার হিসেবে যথাক্রমে দায়িত্ব পালন করছে ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড ও সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রাইম ইউনিভার্সিটিতে কর্মশালা অনুষ্ঠিত
চট্টগ্রামে ঈদে নতুন নোট পাওয়া যাবে ব্যাংকের যেসব শাখায়
প্রতি বছর দূষণে প্রাণ হারাচ্ছেন পৌনে ৩ লাখ বাংলাদেশি
আইএমএফের হিসাবে দেশের রিজার্ভ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক
X
Fresh