• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বিদায়ী বছরে রেকর্ড এডিপি বাস্তবায়ন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ জুলাই ২০১৮, ১৫:২৮

বিদায়ী ২০১৭-১৮ অর্থবছরে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) প্রায় ৯৪ শতাংশ বাস্তবায়ন হয়েছে, যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। এসময়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচির বরাদ্দের এক লাখ ৪৭ হাজার ৭০৩ কোটি টাকা ব্যয় করা সম্ভব হয়েছে।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান।

তিনি বলেন, এ ব্যয় সংশোধিত এডিপির ৯৩ দশমিক ৭১ শতাংশ। আর মূল এডিপির ৯০ শতাংশ। যা মোট বাস্তবায়নের দেশের ইতিহাসে ‘রেকর্ড’।

২০১৭-১৮ অর্থবছরে এডিপি বাস্তবায়ন আগের অর্থবছরের তুলনায় ৪০ হাজার কোটি টাকা বেশি জানিয়ে মন্ত্রী বলেন, বাস্তবায়নে যে প্রবৃদ্ধি হয়েছে তা ধরে রাখা সম্ভব হলে নতুন অর্থবছরে শতভাগ এডিপি বাস্তবায়ন করা সম্ভব হবে।

২০১৭-১৮ অর্থবছরে এক লাখ ৬৪ হাজার ৮৫ কোটি টাকার এডিপি গ্রহণ করেছিল সরকার।

পরে তা সংশোধন করে এক লাখ ৫৭ হাজার ৫৯৪ কোটি টাকা করা হয়।

এরমধ্যে ৯৬ হাজার ৩৩১ কোটি টাকা বা ৬১ দশমিক ১৩ শতাংশ সরকারের নিজস্ব তহবিল থেকে, ৫২ হাজার ৫০ কোটি টাকা বা ৩৩ দশমিক ০৩ শতাংশ বৈদেশিক সহায়তা থেকে এবং বাকি নয় হাজার ২১৩ কোটি টাকা বা ৫ দশমিক ৮৫ শতাংশ সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে যোগান দেওয়ার লক্ষ্যমাত্রা ছিল।

অর্থবছরের প্রথম চার মাসে (অক্টোবর পর্যন্ত) সবচেয়ে বেশি এডিপি বাস্তবায়ন করেছে বিদ্যুৎ বিভাগ, প্রায় ৩৬ শতাংশ। এছাড়া স্থানীয় সরকার বিভাগ প্রায় ২৭ শতাংশ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ প্রায় ২০ শতাংশ বাস্তবায়ন করেছে।

২০১৭-১৮ অর্থবছরের নয় মাসে অর্থ্যাৎ মার্চ মাস নাগাদ এডিপির প্রায় ৪৬ শতাংশ বাস্তবায়িত হয়েছিল, যা লক্ষ্যমাত্রার চেয়ে পিছিয়ে থাকলেও গতবারের চেয়ে বেশি ছিল।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোটদানের রেকর্ড
পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ২৭ বস্তা টাকা
নতুন রেকর্ডে ট্রেবলের পথে লেভারকুসেন
‘রেকর্ড স্টোর ডে’তে এবারও বিশেষ আয়োজন
X
Fresh