• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

পোশাকে ভর করে দেশের রপ্তানি আয় বেড়েছে ৫.৮১ শতাংশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ জুলাই ২০১৮, ১৪:৩১

২০১৭-১৮ অর্থবছর (জুলাই-জুন) শেষে দেশের রপ্তানি আয় বেড়েছে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৮১ শতাংশ।

এ সময়ে রপ্তানি আয় হয়েছে ৩ হাজার ৬৬৬ কোটি ৮১ লাখ মার্কিন ডলার পণ্যে। তবে রপ্তানি আয় লক্ষ্যমাত্রার তুলনায় কিছুটা পিছিয়ে আছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সবশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য বছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার ৭৫০ কোটি ডলার। সে হিসেবে লক্ষ্যমাত্রা থেকে রপ্তানি কম হয়েছে মাত্র ২ দশমিক ২ শতাংশ।

এর আগে গত ২০১৬-১৭ অর্থবছরে দেশের রপ্তানি আয় ছিল ৩ হাজার ৪৬৫ কোটি ৫৯ লাখ মার্কিন ডলার।

বাংলাদেশের রপ্তানি খাত মূলত পোশাক নির্ভর। রপ্তানিতে পোশাক খাতের অবদান দিন দিন বাড়ছে।

ইপিবির তথ্য অনুযায়ী, এই অর্থবছরে যে পরিমাণ পণ্য বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে, তার মধ্য সবচেয়ে বেশি তৈরি পোশাক খাতের পণ্য। গার্মেন্টস খাত থেকে এ সময়ে রপ্তানি আয় এসেছে ৩ হাজার ১৬ কোটি ডলার। গতবছর থেকে যা ৮ দশমিক ৭৬ শতাংশ বেশি।

বিশ্লেষকরা মনে করছেন, রাজনৈতিক স্থিতিশীলতার কারণে পোশাক খাত রপ্তানিতে ভালো করছে। তবে এর ইতিবাচক প্রভাব সার্বিকভাবে রপ্তানিতে পড়েছে।

সরকারের তথ্য অনুযায়ী, সদ্য শেষ হওয়া বছরে পোশাক ছাড়াও পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, কৃষিজাত পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে। তবে চামড়া ও চামড়াজাত পণ্য, প্রকৌশল পণ্য, হিমায়িত খাদ্য, প্লাস্টিক পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হয়নি।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রেমিকার উপহারের পোশাক পরে তরুণের আত্মহত্যা
প্রান্তিক স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী
২৭ বছর পর বাড়ি ফিরলেন হারিয়ে যাওয়া শাহীদা
বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু 
X
Fresh