• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

৯ বছরে বিদেশ থেকে ঋণ ২৪৩৫ কোটি ডলার: অর্থমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ জুলাই ২০১৮, ১৯:১৩

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ২০০৮-০৯ থেকে ২০১৬-১৭ অর্থবছর পর্যন্ত ৯ বছরে বিভিন্ন দেশ ও দাতা সংস্থা থেকে ২৪ হাজার ৩৪৯ দশমিক ৫৩ মিলিয়ন মার্কিন ডলার ঋণ ও অনুদান পাওয়া গেছে।

তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, মোট বৈদেশিক সহায়তার মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৬ হাজার ১৮৩ দশমিক ২৪ মিলিয়ন মার্কিন ডলার, আইডিএ (বিশ্বব্যাংক) ৭ হাজার ৩৬১ দশমিক ৬৮ মিলিয়ন মার্কিন ডলার, চীন ৯৯৩ দশমিক ২৭ মিলিয়ন মার্কিন ডলার, রাশিয়া ৪১৬ দশমিক ৬৫ মিলিয়ন মার্কিন ডলার, ইউএনসংস্থাসমূহ ১ হাজার ৮৩০ দশমিক ০৪ দশমিক মিলিয়ন মার্কিন ডলার, আইডিবি ৪৫৫ দশমিক ২২ মিলিয়ন মার্কিন ডলার, জাপান ২ হাজার ৯৫৭ দশমিক ৫৯ মিলিয়ন মার্কিন ডলার, দক্ষিণ কোরিয়া ৩৫০ দশমিক ৭৩ মিলিয়ন মার্কিন ডলার এবং অন্যান্য সংস্থা ৩ হাজার ৮০১ দশমিক ১১ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে।

সরকারি দলের বেগম হোসনে আরা লুৎফা ডালিয়ার অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী সংসদকে জানান, গত অর্থবছরে ২ লাখ ২৫ হাজার কোটি টাকার (সংশোধিত) রাজস্ব লক্ষ্যমাত্রার বিপরীতে গত মে পর্যন্ত ১ লাখ ৮৯ হাজার ৬২৭ কোটি ২৫ লাখ টাকা আদায় হয়েছে।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৯ এপ্রিল)
নেসলের শিশুখাদ্য নিয়ে ভয়াবহ তথ্য
মেসির আগমন নিয়ে যা বললেন পাপন
‘চলচ্চিত্র ও টেলিভিশন খাতে বাংলাদেশ-ভারতের মধ্যে অভিজ্ঞতা বিনিময় করা হবে’
X
Fresh