• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

খেলাপির লাগাম টানতে ব্যাংক কমিশনের বিকল্প নেই: এফবিসিসিআই

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ জুলাই ২০১৮, ১৪:২৬
ফাইল ছবি

খেলাপি ঋণ কমানোর প্রচেষ্টা, নন-পারফরমিং লোন সংক্রান্ত সমস্যা সমাধানে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনসহ ব্যাংক ও আর্থিকখাতে স্বচ্ছতা নিশ্চিত করতে দ্রুত একটি স্বাধীন ব্যাংক কমিশন গঠন করতে হবে।

বললেন বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই) সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন।

আজ সোমবার ব্যাংক ঋণের সুদের হার হ্রাসের সাম্প্রতিক সিদ্ধান্ত নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

রাজধানীর মতিঝিলে এফবিসিসিআইয়ের সম্মেলনকক্ষে এ সংবাদ সম্মেলন হয়।

--------------------------------------------------------
আরও পড়ুন : ১২ বছরে ১৩ দেশকে পেছনে ফেলবে বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী
--------------------------------------------------------

সরকারের পক্ষ থেকে কয়েকদফা ছাড় দেয়ার পর গত ২০ জুন এক বৈঠক থেকে ঋণের সুদহার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার ঘোষণা দেয় বেসরকারি ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)।

ব্যাংক মালিকদের পক্ষ থেকে জানানো হয়, ১ জুলাই থেকে সর্বোচ্চ ৯ শতাংশ সুদে ঋণ এবং ছয় শতাংশ সুদে তিন মাস মেয়াদি আমানত নেয়া হবে।

সুদহার কমানোর বিষয়ে গত ২৭ জুন বৈঠকে বসেন ব্যাংকের এমডিরা। তারা সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে রাজি আছেন।

এ সিদ্ধান্ত নিয়েই ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনটির আজকের সংবাদ সম্মেলন। এসময় এফবিসিসিআইয়ের সহ-সভাপতি ও পরিচালকরা উপস্থিত ছিলেন।

এফবিসিসিআই সভাপতি বলেন, খেলাপি ঋণের লাগাম টানাসহ ব্যাংকিং খাতের দুর্নীতি কমাতে কার্যকরি ব্যাংক কমিশন গঠনের বিকল্প নেই।

ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ বৃদ্ধি এবং কয়েকটি ব্যাংকে অনিয়মের ঘটনায় এ খাতের জন্য কমিশন গঠনের আহ্বান জানিয়ে আসছিলেন অর্থনীতিবিদরা। ২০১৬ সালে অর্থমন্ত্রী নিজেও সাংবাদিকদের বলেছিলেন, ব্যাংক খাতকে আরও বেশি নজরদারির মধ্যে আনতে একটি কমিশন গঠনে কাজ শুরু করেছে অর্থ মন্ত্রণালয়।

এরপর গতবছর ফেব্রুয়ারিতে তিনি বলেন, ওই কমিশন তিনি গঠন করবেন বর্তমান সরকারের মেয়াদের শেষ দিকে।

সবশেষ চলতি অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এক প্রশ্নে মুহিত সাফ জানিয়ে দেন, ব্যাংক খাতের সংস্কারে একটি কমিশন গঠনের কথা এর আগে বললেও এ সরকারের মেয়াদে সেই কমিশন হচ্ছে না।

আরও পড়ুন :

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতি বছর দূষণে প্রাণ হারাচ্ছেন পৌনে ৩ লাখ বাংলাদেশি
আইএমএফের হিসাবে দেশের রিজার্ভ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক
বিমানবন্দরে ডলার কারসাজি : ১৯ ব্যাংকারসহ ২১ জনের নামে মামলা
বিমানবন্দরে ডলার আত্মসাৎ, ১৯ ব্যাংকারসহ ২১ জনের বিরুদ্ধে মামলা
X
Fresh