• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

দুই ড্রিমলাইনার বিমান কিনছে সরকার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ জুলাই ২০১৮, ১০:৪৭

হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) থেকে ঋণ নিয়ে দুইটি ড্রিমলাইনার বোয়িং বিমান কিনছে সরকার। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য এই বিমান কেনা হচ্ছে।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য জানান।

তিনি বলেন, দুই বোয়িং কেনার জন্য এইচএসবিসির কাছ থেকে ২৭ কোটি ডলার ঋণ নেয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে। এই ঋণের সুদহার হবে লন্ডন ইন্টার ব্যাংকের (লাইবর) রেটের সঙ্গে প্লাস ২ দশমিক ১৬ শতাংশ।

‘বাংলাদেশ সরকার ৬টি বোয়িং কেনার পর্যায়ে আছে। চলতি বছরে তার ২টি আসবে।’

অর্থমন্ত্রী বলেন, সবমিলিয়ে বোয়িং দুটি কেনার জন্য বাংলাদেশকে সুদ দিতে হবে ৭ দশমিক ২ শতাংশ হারে। ১২ বছরে এই ঋণ পরিশোধ করতে হবে।’

বাংলাদেশ সরকার বিভিন্ন দেশ ও সংস্থার কাছ থেকে যে ঋণ নিয়ে থাকে, তার সুদহার কম থাকে। আর পরিশোধের সময়ও পাওয়া যায় বেশি।

কিন্তু বোয়িং বিমান কিনতে সুদ কেন বেশি হচ্ছে- এমন প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, হার্ডলোনে সুদ সবসময় একটু বেশি হয়।
--------------------------------------------------------
আরও পড়ুন : রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকারকে কৃতজ্ঞতা জানাতে এসেছি: বিশ্বব্যাংক প্রেসিডেন্ট
--------------------------------------------------------

এদিকে বিমান বাংলাদেশের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ সোমবার আরটিভি অনলাইনকে জানিয়েছেন, বিগত ৪৬ বছরে বিমান বাংলাদেশ ৫ কোটি ২৫ লাখ যাত্রী পরিবহন করেছে। ২০১৬-২০১৭ অর্থবছরে বিমান নিট মুনাফা করেছে ৪৭ কোটি টাকা। একই সময়ে রাষ্ট্রীয় কোষাগারে ৩৮১ কোটি টাকা রাজস্ব প্রদান করেছে। নতুন ড্রিমলাইনার যোগ হলে এ খাত আরও সমৃদ্ধ হবে।

বাংলাদেশ বিমান এয়ারলাইন্স জানিয়েছে, শতকরা ২০ ভাগ জ্বালানী সাশ্রয়ী বিমানের নতুন সংযোজন ড্রিমলাইনার উড়োজাহাজে থাকছে ২৪টি বিজনেস ক্লাস এবং ২৪৭টি ইকোনমি ক্লাসসহ সর্বমোট ২৭১টি আসন। তুলনামূলক বড় জানালা নির্জন ও শান্ত কেবিন, মুড লাইট ইত্যাদি কারণে এই উড়োজাহাজে ভ্রমণকারী যাত্রীরা পাবেন সতেজ ও আনন্দময় অভিজ্ঞতা।

ড্রিমলাইনার বিমানে ওয়াই ফাই, মোবাইলে কথা বলা, ক্লাসিক থেকে ব্লকবাস্টার মুভি; বিভিন্ন ঘরানার মিউজিক, ভিডিও গেমসের সুবিধা পাবেন গ্রাহকরা। থাকবে টিভি চ্যানেলের লাইভ স্ট্রিমিং। অনলাইন কেনাকাটার সুবিধা। আরো কত কী?

এমন সব সুবিধা নিশ্চিত করে আরামদায়ক ভ্রমণে এবার একমুঠো স্বপ্ন দেখছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধর্ম-কর্মে সময় কাটছে চিত্রনায়ক মেহেদির
বিজয় নিয়ে আশাবাদী নিপুণ, ফল যা হোক মেনে নেবেন কলি
পালিয়ে বাংলাদেশে এলেন আরও ১১ বিজিপি সদস্য
শাবনূরের বিকল্প নেই : ডিপজল
X
Fresh