• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রোববার গ্রাহকদের সঙ্গে লেনদেন করবে না ব্যাংক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ জুন ২০১৮, ১৫:৩৯

ব্যাংক হলিডে উপলক্ষে আগামী রোববার (১ জুলাই) ব্যাংকে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। তবে বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রচলিত রীতি অনুযায়ী ব্যাংকগুলো ৩০ জুন তাদের অর্ধবার্ষিক হিসাব-নিকাশ চূড়ান্ত করে। এ কাজের সুবিধার্থে নতুন অর্থবছরের প্রথম কার্যদিবস ১ জুলাই লেনদেন বন্ধ রাখা হয়। আর্থিক হিসাব-নিকাশ সম্পাদনের স্বার্থে দীর্ঘদিন ধরেই এমনটি হয়ে আসছে।

ওইদিন বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য ব্যাংকে গ্রাহকদের সঙ্গে কোনো ধরনের লেনদেন বা দাপ্তরিক কার্যক্রম করা হয় না।

আর ব্যাংক বন্ধ থাকার কারণেই মূলত এদিন শেয়ারবাজারেও লেনদেন বন্ধ রাখা হয়।

আগামী সোমবার থেকে যথারীতি আবারও গ্রাহকদের সঙ্গে লেনদেন চালু হবে।

আরও পড়ুন:

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে ঈদে নতুন নোট পাওয়া যাবে ব্যাংকের যেসব শাখায়
প্রতি বছর দূষণে প্রাণ হারাচ্ছেন পৌনে ৩ লাখ বাংলাদেশি
আইএমএফের হিসাবে দেশের রিজার্ভ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক
বিমানবন্দরে ডলার কারসাজি : ১৯ ব্যাংকারসহ ২১ জনের নামে মামলা
X
Fresh