• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নিবন্ধন ছাড়া সার বিক্রিতে ২ বছর জেল, ৫ লাখ টাকা জরিমানা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ জুন ২০১৮, ১৪:২৮

নিবন্ধন ছাড়া সার বিক্রি করলে ২ বছরের জন্য কারাভোগ করতে হবে বা ৫ লাখ টাকা জরিমানা গুণতে হবে। অথবা উভয়দণ্ডেই দণ্ডিত হতে হবে। এমন বিধান রেখেই সার ব্যবস্থাপনা আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে ‘সার ব্যবস্থাপনা সংশোধন আইন ২০১৮’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।

আইন অনুযায়ী, নিবন্ধন ছাড়া বা ভেজাল সার বিক্রি, বিপণন ও বিতরণের অপরাধে এই শাস্তির বিধান রাখা হয়েছে।

আগের আইনের ৮ (১) ধারা লঙ্ঘনে বা নিবন্ধন ছাড়া সার বিক্রিতে ৬ মাসের সশ্রম কারাদণ্ড বা অনধিক ৩০ হাজার টাকা জরিমানা বা উভয়দণ্ডের বিধান ছিল।

সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান।

তিনি আরও জানান, আজকের মন্ত্রিসভা বৈঠকে দুর্ঘটনা রোধে প্রধানমন্ত্রী কিছু অনুশাসন দিয়েছেন। তিনি ড্রাইভার ও হেলপারদের প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য বলেছেন।

‘প্রধানমন্ত্রী বলেছেন- দূরপাল্লায় বিকল্প ড্রাইভারের ব্যবস্থা রাখতে হবে। কোনো চালক একটানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালাতে পারবেন না।’

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পচা মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
শূন্যপদে পল্লী বিদ্যুতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
সিভিল সার্জন কার্যালয়ে বিশাল নিয়োগ, নেবে ১১৫ জন
তিতাসের এমডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
X
Fresh