• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

জাল করদাতার শাস্তি

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৭ নভেম্বর ২০১৬, ১১:৩০

জাল করদাতা সনাক্তকরণ নম্বর (টিআইএন) ব্যবহারকারীর ওপর আর্থিক জরিমানা আরোপসহ কারাদণ্ডের বিধান রয়েছে। এ জন্য অধ্যাদেশে নতুন তিনটি ধারা রয়েছে, যা নিম্নরূপঃ
(ক) আয়কর অধ্যাদেশের Section 124A অনুযায়ী যুক্তি সঙ্গত কারণ ছাড়া যদি কোন ব্যক্তি অন্যের টিআইএন ব্যবহার করেন অথবা জাল টিআইএন ব্যবহার করেন বা আয়কর আইন অনূযায়ী যেসব ক্ষেত্রে টিআইএন ব্যবহার বাধ্যতামূলক, সেসব ক্ষেত্রে জাল প্রমাণপত্র ব্যবহার করলে, জাল টিআইএন ব্যবহারকারীর ওপর সংশ্লিষ্ট উপকর কমিশনার কর্তৃক সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানা আরোপের বিধান করা হয়েছে। তবে জরিমানা আরোপের পূর্বে Section 130 এর বিধান মানতে হবে।
(খ) আয়কর অধ্যাদেশের Section 124AA অনুযায়ী 184A ধারায় উল্লেখিত কর্তৃপক্ষ করদাতাকে সংশ্লিষ্ট সেবা প্রদানকালে টিআইএন সনদ যাচাই না করলে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করতে পারবে।
(গ) আয়কর অধ্যাদেশের Section 165A অনুযায়ী ইচ্ছাকৃতভাবে (Deliberately) যদি কোন ব্যক্তি জাল টিআইএন ব্যবহার করেন বা অন্যের টিআইএন ব্যবহার করেন, সেক্ষেত্রে ব্যবহারকারীকে সর্বোচ্চ ৩ বছরের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান চালু করা হয়েছে।

  • অ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম #গোল্ডেন বাংলাদেশ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh