• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ছাড় পাবে আইফোন!

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ জুন ২০১৮, ১৮:৩৭

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাড়তে থাকা বাণিজ্যযুদ্ধের মধ্যে আশার খবর পেলো প্রযুক্তি কোম্পানি অ্যাপল। প্রতিষ্ঠানটির জনপ্রিয় পণ্য আইফোনকে ট্রাম্পের শুল্কবৃত্ত থেকে ছাড় দেয়া হচ্ছে।

অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক এ তথ্য নিশ্চিত করেছেন বলে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে।

খবরে জানানো হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিম কুককে নিশ্চিত করেছেন- চীনে আইফোন সংযোজনে যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্ক বসবে না।

বিশ্বের এক নম্বর এবং দুই নম্বর অর্থনীতির মধ্যে চলতে থাকা বাণিজ্য যুদ্ধের পরিণতি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ গভীর থেকে গভীরতর হচ্ছে।

ট্রাম্প আগে থেকে বলে আসছেন, চীনের কাছে বাজার খুলে দিয়ে আমেরিকার ক্ষতি হয়েছে।

তিনি এক হিসাব দিয়ে বলেছেন, ২০১৭ সালে আমেরিকার বাণিজ্য ঘাটতি ছিল ৮০০ বিলিয়ন বা ৮০ হাজার কোটি ডলার।

চীনের উপর নতুন করে আরও ২০ হাজার কোটি ডলারের আমদানি শুল্ক বসানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

এর আগে গত সপ্তাহে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, চীন থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পাঁচ হাজার কোটি ডলারের পণ্যের ওপর ২৫ শতাংশ হারে আমদানি শুল্ক আরোপ করা হবে।

জবাবে চীন জানিয়েছিল, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা সমপরিমাণ পণ্যের ওপর তারাও শুল্ক আরোপ করবে।

ট্রাম্পের এই শুল্ক আরোপের তালিকায় ইলেকট্রনিক্স পণ্যকে ছাড় দেয়া হয়েছে। তবে সংশোধিত তালিকায় কিছু চিপ জাতীয় পণ্য অন্তর্ভূক্ত করা হয়।

অ্যাপলের জন্য চীন একটি বড় বাজার। কোম্পানিটি বৈশ্বিকভাবে যত টাকা আয় করে তার ৪ ভাগের একভাগই আসে এই চীন থেকে। ফলে অ্যাপলে পণ্যে মার্কিন শুল্ক আরোপ করা হলে তা কোম্পানিটির ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।

২০১১ সালে স্টিভ জবসের জায়গায় টিম কুক আসার পর চীনে কার্যক্রম শুরু হয় অ্যাপলের। সবচেয়ে বড় সফলতা আসে আইফোন বিক্রি থেকে।

এসআর/পি

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মারামারি কাণ্ডে মাঠ ছাড়ল মোহামেডান, জয়ী ঘোষণা আবাহনীকে
মন্ত্রীর আত্মীয় বলে ছাড় পাবে না : পলক
গবেষণা ছাড়া খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা আসতো না : রুমানা আলী
ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্ন্যুৎপাত, ঘরছাড়া ১১ হাজার মানুষ
X
Fresh