• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

অস্থিরতা কেবল মাংসে

সেলিম মালিক

  ১৩ জুন ২০১৮, ১৫:৩২
মাংস

এবার ঈদ হয়তো কিছুটা স্বস্তিদায়ক হতে পারে রোজাদারদের জন্য। কারণ বাজারে স্থিতিশীল রয়েছে অধিকাংশই নিত্য পণ্যের দাম। অন্যান্যবার ঈদকে সামনে রেখে মসলার দাম হু হু করে বাড়লেও, এবার বরং কমেছে। কিছুটা অস্থিরতা কেবল মাংসের বাজারে। ৪৫০ টাকার গরুর মাংস বিক্রি হচ্ছে ৪৮০ টাকায়। ব্রয়লার মুরগিতেও বেড়েছে ২০ টাকা।

রোজা ২৯টি হলে আগামী শনিবার ঈদ-উল ফিতর। হাতে আছে মাত্র দুই দিন। তাই রাজধানীর নিত্যপণ্যের বাজারগুলোতেও উপচেপড়া ভীড় ক্রেতাদের।

ঈদ মানেই নানা পদের বাহারি মিষ্টি সেমাইয়ের আয়োজন। এবার খোলা লাচ্ছি সেমাই কেজিতে বিক্রি হচ্ছে ১০০ থেকে দেড়শ টাকা। আর লম্বা সেমাই ৬০ টাকা। দুইশ গ্রামের প্যাকেট সেমাই ৩০ টাকা।

--------------------------------------------------------
আরও পড়ুন : ৫জি চালু জুলাইতে!
--------------------------------------------------------

ঈদে সুস্বাদু সব খাবার রান্নার জন্য প্রয়োজন মসলা। যা অন্যান্য বার ঈদের আগে দাম বেড়ে যাওয়া ছিল পরিচিত চিত্র। তবে, বাড়েনি এবার, বরং কমেছে।

তিন টাকা কমে চিনি বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। সয়াবিন তেলেও কমেছে লিটারে দেড় টাকা।

এদিকে সরবরাহ ঘাটতি দেখিয়ে সব ধরনের মাছের দাম বাড়িয়েছেন বিক্রেতারা।

সিটি করপোরেশনের বেঁধে দেয়া দামে খাসির মাংস বিক্রি হলেও গরুর মাংসের ব্যবসায়ীরা মানছেন না এ নির্দেশ। বিক্রি করছেন ৩০ টাকা বেশি দরে।

এদিকে ২০ টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬৫ টাকা।

অন্যান্য চালের দাম ঠিকঠাক থাকলেও কেজিতে এক টাকা বেড়েছে পোলাওয়ের চালে।

আরও পড়ুন :

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জোরেশোরে চলছে কারওয়ান বাজার সরিয়ে নেওয়ার কাজ (ভিডিও)
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলো
টঙ্গীতে আগুনে পুড়ল খাদ্যপণ্যের ১২ গুদাম
‘বোরকা পরে গেলেও মানুষ চিনে ফেলে’
X
Fresh