• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বাজেটের সুখবরেও ‘স্বস্তি’ ফেরেনি পুঁজিবাজারে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ জুন ২০১৮, ১৬:২৬

প্রস্তাবিত বাজেটে ব্যাংক-বীমা-আর্থিক প্রতিষ্ঠানের করপোরেট কর কমিয়ে আনা হয়েছে। কিন্তু তারপরও স্বস্তি ফেরেনি পুঁজিবাজারে। এ ধরনের সুখবরে বাজার চাঙ্গা হওয়ার কথা থাকলেও উল্টো হতাশ হচ্ছেন বিনিয়োগকারীরা।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাজেট প্রস্তাবের পর প্রথম কার্যদিবসেই ঢাকার বাজারে সূচক ও লেনদেন পড়েছে।

এর আগে বাজেট ঘোষণার মধ্যেও বাজার আরও একধাপ পতনে পার করেছিল।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আরও ৪৩ পয়েন্ট কমে প্রায় ৫ হাজার ৩২৩ পয়েন্টে অবস্থান করছে। লেনদেন গত দিনের চেয়ে কমেছে প্রায় ৪৭ কোটি টাকা। এদিন লেনদেন হয়েছে প্রায় ৪০৮ কোটি টাকার শেয়ার ও সিকিউরিটিজ।

ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশির কোম্পানির দর কমেছে। হাতবদল হওয়া ৩৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ১৮৯টির ও অপরিবর্তিত রয়েছে ৩৯টির।

বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপিত ২০১৮-১৯ সালের বাজেটে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের আরোপিত কর বিদ্যমান ৪০ শতাংশ থেকে কমিয়ে ৩৭ দশমিক ৫ শতাংশ প্রস্তাব করা হয়েছে।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৩৫ কোটি ৭১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতালে ফেলে যাওয়া নবজাতক দত্তক পেলেন সেবিকা
সবজির বাজার চড়া, কমেনি মুরগির দাম
জোরেশোরে চলছে কারওয়ান বাজার সরিয়ে নেওয়ার কাজ (ভিডিও)
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলো
X
Fresh