• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম পর্যায়ের কাজ চলতি অর্থবছরে শেষ হবে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ জুন ২০১৮, ০৮:৫৭

গ্যাস ও কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ছাড়াও রাশিয়ার সহায়তায় রূপপুরে বাস্তবায়নাধীন ২ হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রথম পর্যায়ের কাজ চলতি অর্থবছরের শেষ নাগাদ সমাপ্ত হবে। জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

জাতীয় সংসদে বৃহস্পতিবার দুপুরে আগামী ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী এ তথ্য জানান।

এসময় অর্থমন্ত্রী আগামী অর্থবছরে (২০১৮-১৯) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জন্য ২৪ হাজার ৯২১ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন।

বাজেট বক্তব্যে তিনি বলেন, আমরা এখন দেশের প্রায় ৯২ শতাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ করেছি এবং ৯০ শতাংশ পরিবার বিদ্যুৎ সংযোগ পায়। ‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ এ শ্লোগানকে সামনে রেখে আমরা বিদ্যুৎ সংযোগের পরিধি আরও সম্প্রসারণ করতে চাই।